kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে র‌্যাংকিংয়ের শীর্ষে কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

৪ ডিসেম্বর, ২০১৯ ১৭:৫০ | পড়া যাবে ২ মিনিটেবাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে র‌্যাংকিংয়ের শীর্ষে কোহলি

ছবি : এএফপি

অজি সুপারস্টার স্টিভ স্মিথকে টপকে আবারও টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সদ্য প্রকাশিত আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে ৯২৮ পয়েন্ট পেয়ে ভারত অধিনায়ক এখন শীর্ষস্থানে। অজি তারকা স্মিথ ৫ পয়েন্ট কম পেয়ে নেমে গেছেন র‌্যাংকিংয়ের দুই নম্বরে। সম্প্রতি ব্যাটে রান না পাওয়ায় এক নম্বরের জায়গা টলে যায় স্মিথের। উল্লেখ্যযোগ্য বিষয় হলো, র‌্যাংকিংয়ের প্রথম দশে রয়েছেন ভারতের তিন তারকা ব্যাটসম্যান।

বল বিকৃতি কাণ্ডে নির্বাসন কাটিয়ে ফেরার পর থেকেই স্মিথের ব্যাট কথা বলছে। অ্যাশেজের চারটি টেস্টে ৭৭৪ রান করে স্মিথ এর আগে এক নম্বরে চলে গিয়েছিলেন। কিন্তু, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্মিথ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। নখদন্তহীন পাক আক্রমণের বিপক্ষে যথাক্রমে ৪ ও ৩৬ রান করেন স্মিথ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি এবং ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করায় কোহলি পৌঁছে যান এক নম্বরে।

৮৭৭ পয়েন্ট পেয়ে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন রয়েছেন তিন নম্বরে। অ্যাডিলেড টেস্টে পাকিস্তানের বিপক্ষে ডেভিড ওয়ার্নার অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের জন্য ১২ ধাপ উপরে উঠে ওয়ার্নার এখন রয়েছেন পাঁচে। মার্নাস লাবুশানের ব্যাটও কথা বলেছে টেস্ট সিরিজে। তিনি উঠে এসেছেন ৮ নম্বরে। আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে চার নম্বরে রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা। এক ধাপ নেমে আজিঙ্কা রাহানে এখন ৬ নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করায় জো রুট এখন সাতে। সেরা দশে আরও আছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

মন্তব্যসাতদিনের সেরা