kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

উশু থেকে বাংলাদেশকে রূপা এনে দিলেন ওমর ফারুক

কালের কণ্ঠ অনলাইন   

৩ ডিসেম্বর, ২০১৯ ১৮:৫৪ | পড়া যাবে ১ মিনিটেউশু থেকে বাংলাদেশকে রূপা এনে দিলেন ওমর ফারুক

উশু থেকে বাংলাদেশকে রূপার পদক এনে দিলেন মোহাম্মদ ওমর ফারুক। নেপালে চলমান ত্রয়োদশ সাউথ এশিয়ান (এসএ) গেমসে পুরুষদের বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। আজ নেপালের লেগানকেলের ফিজিক্যাল ফিটনেস সেন্টারে অনুষ্ঠিত উশু চ্যাম্পিয়নশিপে তিনি ৯.৩৪ পয়েন্ট নিয়ে রূপার পদকটি জয় করেন।

এই ইভেন্টে ৯.৪৮ পয়েন্ট নিয়ে সোনা জয় করেছেন স্বাগতিক নেপালের বিজয় সিনজালি। মহিলা ক্যাটাগরিতে শ্রীলঙ্কার সৌম্য প্রভাকরের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের নূর বাহার বেগম। এই ইভেন্টে নেপালের সুস্মিতা তামাং সোনা ও শ্রীলঙ্কার পিএইচজি ওয়াতসালা রৌপ্য পদক জয় করেছেন।

এবারের দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) এখন পর্যন্ত মোট ৪টি সোনা জিতেছে বাংলাদেশ। কারাতে এককে আজ সোনা জিতেছেন হুমায়রা আক্তার অন্তরা। এর আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন মারজান আক্তার প্রিয়া। আর পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন আল আমিন। সোমবার তায়কোয়ান্দো থেকে সোনার পদক জেতেন দিপু চাকমা।

মন্তব্যসাতদিনের সেরা