kalerkantho

সোমবার । ১৬ ডিসেম্বর ২০১৯। ১ পোষ ১৪২৬। ১৮ রবিউস সানি                         

বাদ পড়লেন শুধু বেনক্রফট

কালের কণ্ঠ অনলাইন   

৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেবাদ পড়লেন শুধু বেনক্রফট

নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট (সিএ)। মাত্রই পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয় করা অস্ট্রেলিয়া দলটি প্রায় অপরিবর্তিতই আছে। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবলমাত্র ব্যাটসম্যান ক্যামেরন বেনক্রফট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হয়নি বল বিকৃতির কারণে ৯ মাসের নিষেধাজ্ঞা পাওয়া এই ক্রিকেটারের।

পাকিস্তান সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বেনক্রফট। তার বাদ পড়া নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স বলেন, 'পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আমাদের পারফরমেন্স দুর্দান্ত ছিল। সব বিভাগেই খেলোয়াড়রা ভালো করেছে। আগামী তিন টেস্টের জন্যও আমরা শক্তিশালী দল বহাল রেখেছি। বেনক্রফটকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। দলের প্রয়োজনে যেকোন সময় খেলতে প্রস্তুত সে।'

আগামী ১২ ডিসেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। পরের দুটি টেস্ট শুরু হবে যথাক্রমে ১২ ডিসেম্বর ও ৩ জানুয়ারি।

অস্ট্রেলিয়া দল : টিম পেইন (অধিনায়ক), স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, জো বার্নস, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ট্রাভিস হেড (সহ-অধিনায়ক), জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মাইকেল নেসার ও জেমস প্যাটিনসন।

মন্তব্যসাতদিনের সেরা