আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ১৩তম আসরের নিলাম। আর এই নিলামে উঠতে আগ্রহী বাংলাদেশের ৬ ক্রিকেটার।
জানা গেছে, এবারের আইপিএলের নিলামে দেশি ও বিদেশি মিলিয়ে উঠতে চান ৯৭১ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ থেকে সুযোগ মিলেছে ছয়জন ক্রিকেটারের। তবে এখনো তাদের নাম প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ।
আরো জানা গেছে, এই ৯৭১ জন ক্রিকেটারদের মধ্যে দেশি কোটায় ৭১৩ ও বিদেশি কোটায় ২৫৮ জন আছেন।
নিলাম পর্বে বাংলাদশের ৬ খেলোয়াড় ছাড়াও থাকবেন অস্ট্রেলিয়ার ৫৫, দক্ষিণ আফ্রিকার ৫৪, শ্রীলঙ্কার ৩৯, ওয়েস্ট ইন্ডিজের ৩৪, নিউজিল্যান্ডের ২৪, ইংল্যান্ডের ২২, আফগানিস্তানের ১৯, জিম্বাবুয়ের ৩, আমেরিকা ও নেদারল্যান্ডসের ১ জন করে।
মন্তব্য