kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

তবুও ইতিহাস গড়লেন আল-আমিন

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ১৮:৩০ | পড়া যাবে ২ মিনিটেতবুও ইতিহাস গড়লেন আল-আমিন

ইডেনে দিবা-রাত্রির টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম যাচ্ছেতাই পারফর্মেন্স দেখিয়েছেন, তাতে কেবল লজ্জার ইতিহাসই লেখা হয়েছে। আজ শুক্রবার ম্যাচের প্রথম দিনে মাত্র ১০৬ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। তারা খেলেছে মাত্র ৩০.৩ ওভার! এটা টেস্ট নাকি টি-টোয়েন্টি বোঝা মুশকিল! তিন থেকে পাঁচ নম্বর পর্যন্ত সবাই 'ডাক' মারার রেকর্ড গড়েছেন। প্রথম দিনের এতসব লজ্জার মাঝেও নতুন ইতিহাসে নাম লেখালেন টাইগার পেসার আল-আমিন হোসেন।

দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া আল-আমিন এখন গোলাপি বলের টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট শিকারী হয়ে গেছেন। আজ ভারতের প্রথম ইনিংসে মায়াঙ্ক আগরওয়ালকে (১৪)আউট করেছেন তিনি। দুর্দান্ত ক্যাচ নিয়েছেন লিটন দাসের বদলি হিসেবে নামা মেহেদী মিরাজ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। আর বাংলাদেশের হয়ে 'প্রথম' উইকেটের রেকর্ডটা কেউ ছিনিয়ে নিতে পারবে না আল-আমিনের কাছ থেকে।

সর্বশেষ ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন আল-আমিন। দল থেকে বাদ পড়ার পর আর ফেরা হয়নি। অবশেষে চলতি ভারত সফরে আবারও ডাক পান তিনি। পাঁচ বছর পর খেলতে নেমেছেন সাদা পোশাকে! টি-টোয়েন্টি সিরিজে নিজেকে প্রমাণ করে সুযোগ পান ইডেনের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টের একাদশে। এতদিন অনেকটা অলিখিত নির্বাসনে পাঠানো হয়েছিল আল আমিনকে। সেই আল আমিনই দেশের দিবা-রাত্রির টেস্টের ইতিহাসে অংশ হয়ে গেলেন।

মন্তব্যসাতদিনের সেরা