kalerkantho

বৃহস্পতিবার । ০৫ ডিসেম্বর ২০১৯। ২০ অগ্রহায়ণ ১৪২৬। ৭ রবিউস সানি ১৪৪১     

আমরা ভালো খেললে এসএ গেমসের পদক জিতব : জেমি ডে

কালের কণ্ঠ অনলাইন   

২২ নভেম্বর, ২০১৯ ১২:১৮ | পড়া যাবে ২ মিনিটেআমরা ভালো খেললে এসএ গেমসের পদক জিতব : জেমি ডে

আগামী ১-১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হবে এসএ গেমস। এবার দক্ষিণ এশিয়ার এই শ্রেষ্ঠত্বের আসরে ফুটবলে ভালো কিছু করার প্রত্যয় ফুটে উঠল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডের মুখে। সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে নেপালের উচ্চতার বিষয়টি মাথায় রেখে দেশটিতে আগে যেতে চান তিনি।

এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কোচ জেমি ডে বলেন, “এসএ গেমসে পদক জেতা নিয়ে ছেলেদের ওপর আমার তরফ থেকে কোনো প্রত্যাশার চাপ নেই। তাদের বলেছি, যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আমাদের পদক জয়ের সুযোগ থাকবে।”

তিনি আরো বলেন, “যেহেতু ভারত খেলছে না, আমি মনে করি এটা আমাদের জন্য আরও ভালো সুযোগ। আমি মনে করি, একটা পদক জয়ের জন্য আমাদের দল ও খেলোয়াড়রা যথেষ্ট ভালো। যদি আমরা ভালো খেলতে পারি, তাহলে আমাদের ফাইনালে ওঠার ভালো সুযোগ আছে। আর ফাইনালে গেলে অবশ্যই আমরা শিরোপার জন্যই লড়ব।”

এ ছাড়াও জেমি ডে বলেন, “নেপালের উচ্চতা নিয়ে আমাদের ভাবনা আছে। এ কারণে ফেডারেশনকে বলেছি, আমাদের ২৬ তারিখে নেপালে পাঠাতে। যাতে করে আমরা এই সমস্যার সঙ্গে আগে থেকে ভালোভাবে মানিয়ে নিতে পারি।”

মন্তব্যসাতদিনের সেরা