kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

ইডেন টেস্টের শুরুতে দর্শকদের জন্য যত আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৯ ০৯:৩৭ | পড়া যাবে ২ মিনিটেইডেন টেস্টের শুরুতে দর্শকদের জন্য যত আয়োজন

আগামী ২২ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্টে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আর এই টেস্টটি দুই দলের জন্য প্রথমবারের মত দিবারাত্রির টেস্ট হতে যাচ্ছে। তাই টেস্টটিকে স্মরণীয় করে রাখতে বাড়তি আয়োজন করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারই অংশ হিসেবে ম্যাচ শুরুর দিনে দর্শকদের জন্য খেলা দেখা ছাড়াও একাধিক পরিকল্পনা নিয়েছে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল।

সিএবি'র পরিকল্পনা অনুযায়ী জানা গেছে, ম্যাচের শুরুতে হেলিকপ্টার থেকে ভারতীয় বায়ুসেনার এক সদস্য প্যারাসুট দিয়ে মাঠে নেমে আসবেন এবং টসের আগে তিনি ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের দলপতি মুমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দিবেন। আর সেই সময় আকাশে ছড়িয়ে যাবে গোলাপি রঙের আবির। 

এরপর ওইদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বেল বাজিয়ে ইডেন টেস্টের শুভসূচনা করবেন।

পরিকল্পনার মধ্যে রয়েছে প্রথম সেশনের পর সুপার ব্রেকে টক’শো আয়োজন। যেখানে অংশ নেবেন সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণ। 

এছাড়া দ্বিতীয় সেশনের পর ২০ মিনিটের বিরতিতে মাঠে চক্কর দেবেন দুই দলের আমন্ত্রিত ক্রীড়া জগতের তারকারা।  এ ব্যাপারে জানা গেছে, ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচের দুই দলের সাবেক অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন আমন্ত্রিত ক্রীড়া জগতের তারকারা। তারা বাউন্ডারি লাইন ধরে বিশেষ এক প্রকারের গাড়িতে করে মাঠে চক্কর দেবেন।

তা ছাড়াও মাঠে উপস্থিত দর্শকদের টিকিটেও থাকবে ব্যতিক্রমধর্মী। তাদের জন্য গোলাপি রঙয়ের বিশেষ ডিজাইনের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। একই সাথে সোনার কয়েনে টস করার জন্য ইতিমধ্যে বোর্ডের কাছে সিএবি অনুমোদন চেয়েছে বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা