kalerkantho

শনিবার । ০৭ ডিসেম্বর ২০১৯। ২২ অগ্রহায়ণ ১৪২৬। ৯ রবিউস সানি ১৪৪১     

পিএসজি’র নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেইমার

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৯ ১৯:১৮ | পড়া যাবে ১ মিনিটেপিএসজি’র নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেইমার

ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) নতুন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বলা হচ্ছে, বার্সেলোনায় ফিরে যেতেই পিএসজি‘র প্রস্তাবে না বলে দেন তিনি। কারণ ফ্রান্স ছেড়ে যাওয়ার জন্য মরিয়া নেইমার।

বর্তমানে ২০২২ সাল পর্যন্ত পিএসজি’র সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে। ফরাসি জায়ান্ট পিএসজি চায় তাকে ২০২৫ সাল পর্যন্ত রাখতে। কিন্তু স্পেনে ফিরে যেতে নেইমার তা গ্রহণ করেননি। ডেইলি মেইল সূত্রে এই তথ্য জানা যায়। 

এর আগে তুমুল নাটকীয়তার পরও ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি বার্সেলোনা এবং পিএসজি। আগের মৌসুমের শেষে তার বার্সায় ফেরা নিয়ে মিডিয়ায় তোলপাড় চলেছে। কাতালান জায়ান্টদের পাশাপাশি সেবার নেইমার নিজেও ক্যাম্প ন্যুয়ে ফেরার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন। তবে তার গায়ে ২২০ মিলিয়ন ইউরো প্রাইসট্যাগ লাগিয়ে বার্সাকে সেবার হতাশ করেছে পিএসজি। তবে পিএসজি ছেড়ে স্পেনে ফিরবেন নেইমার। আর নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার জল্পনা আরো বাড়িয়ে দিলেন নেইমার।

মন্তব্যসাতদিনের সেরা