kalerkantho

শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি               

বললেন পেসার আল আমিন

গোলাপি বলে খেলা সবার জন্যই প্রতিবন্ধকতা হবে

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৯ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেগোলাপি বলে খেলা সবার জন্যই প্রতিবন্ধকতা হবে

ফাইল ছবি

আগামী ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-বাংলাদেশ মধ্যকার দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। আর এই টেস্টটি দুই দলের জন্যই দিবা-রাত্রির হবে। এ ম্যাচে প্রথবারের মতো গোলাপি বলে খেলবে দুই দলই। তাই এই বলে খেলা সবার জন্যই প্রতিবন্ধকতা হবে বলে জানালেন বাংলাদেশ দলের পেসার আল আমিন হোসেন। ইডেন টেস্টের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন তিনি।

আল আমিন বলেন, ‘ভিন্ন তো অবশ্যই। আমরা গোলাপি বলে খেলিনি কখনো। সাদা বলে খেলেছি, লাল বলেও খেলেছি। গোলাপি বলটা সবার জন্যই নতুন। একটু ভিন্নভাবে তৈরি। সবার জন্যই প্রতিবন্ধকতা হবে। বল ভিজে গেলে আমাদের জন্যও ভেজা থাকবে, ভারতের জন্যও ভেজা থাকবে। ওদের ব্যাটসম্যানদেরও অসুবিধা হবে, আমাদের ব্যাটসম্যানদেরও হবে।’

তিনি আরো বলেন, ‘গত ম্যাচে যা হয়েছে এসব নিয়ে ভাবলে তো সামনে আগানো কঠিন। কলকাতায় দলগতভাবে ভালো করার চেষ্টা থাকবে। ঐতিহাসিক একটা টেস্ট। সবাই উন্মুখ হয়ে আছি। ভারতও অপরিচিত, আমরাও অপরিচিত। সেই হিসেবে চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’

মন্তব্যসাতদিনের সেরা