শনিবার । ১৪ ডিসেম্বর ২০১৯। ২৯ অগ্রহায়ণ ১৪২৬। ১৬ রবিউস সানি
দিল্লি গলফ কোর্সে প্যানাসনিক ওপেনেই তীরে এসে তরি ডোবানোর গল্প নতুন নয় সিদ্দিকুর রহমানের। এই টুর্নামেন্টে বেশ কয়েকবার শিরোপা জয়ের আশা জাগিয়েও রানার্স-আপ হওয়া সিদ্দিক এবার অষ্টম হয়েছেন।
এই আসরের দ্বিতীয় রাউন্ডে দারুণ খেলে শিরোপা লড়াইয়ে চলে এসেছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ রাউন্ডে সেই ছন্দটা রাখতে পারেননি তিনি।
এদিন পারের সমান স্কোরে দিন শেষ করে ৮ আন্ডার পারেই টুর্নামেন্ট শেষ করেন সিদ্দিক। তাতে অষ্টম হন এই গলফার। ১৩ আন্ডার পার খেলে চার লাখ ডলারের এই আসরের শিরোপা জিতেছেন কোরিয়া জুহিউং কিম।
আবহাওয়া ও বায়ুদুষণে তিন রাউন্ডে নেমে এসেছিল এই টুর্নামেন্ট।
মন্তব্য