kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বিপিএলে দল পাননি যারা

কালের কণ্ঠ অনলাইন   

১৮ নভেম্বর, ২০১৯ ১২:০৯ | পড়া যাবে ১ মিনিটেবিপিএলে দল পাননি যারা

গতকাল রবিবার অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট। ড্রাফট থেকে চাহিদা অনুযায়ী খেলোয়াড় বেছে নিয়েছে দলগুলো। তবে দল পাননি অনেক তারকা ক্রিকেটার। অবশ্য তারা এখনো দল পাওয়ার আশা রাখতে পারেন। কারণ আরও কয়েকজন খেলোয়াড়কে দলে ভেড়াতে পারবে সবগুলো দলই। তার জন্য অবশ্যই খেলোয়াড়কে ড্রাফট তালিকায় থাকতে হবে।

জানা গেছে, দল না পাওয়ার তালিকায় সবার আগে আছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এবার কোনো দলই পাননি। তার মত দল পাননি নিয়মিত ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার শাহরিয়ার নাফীস। এমনকি দল পাননি জাতীয় দলের সদস্য সাদমান ইসলাম ও এবাদত হোসেনও। 
 
এ ছাড়াও ওপেনিং ব্যাটসম্যান মেহেদী মারুফ ও অলরাউন্ডার জিয়াউর রহমানকে দলে নেয়নি কেউ। 

তা ছাড়াও প্লেয়ার ড্রাফটে দল পাননি বোলারদের মধ্যে আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন লিখন। যদিও এবারের বিপিএলে লেগ স্পিনারদের প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও লিখনকে নেয়নি কেউই। 

মন্তব্যসাতদিনের সেরা