kalerkantho

শুক্রবার । ৩ আশ্বিন ১৪২৭। ১৮ সেপ্টেম্বর ২০২০। ২৯ মহররম ১৪৪২

টেস্ট সিরিজের জয়-পরাজয়ে যেমন হবে টাইগারদের র‌্যাংকিং

কালের কণ্ঠ অনলাইন   

১৪ নভেম্বর, ২০১৯ ১২:৫৭ | পড়া যাবে ২ মিনিটেটেস্ট সিরিজের জয়-পরাজয়ে যেমন হবে টাইগারদের র‌্যাংকিং

আজ বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হয়ে গেছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। আগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে সুবিধাজনক অবস্থানে নেই সফরকারীরা। বর্তমানে ৬১ রেটিং নিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ৯ নম্বরে। এই সিরিজ জিতলে বা ড্র করলে রেটিং বাড়বে বাংলাদেশের। আর সিরিজ ড্র বা হারলে হারলেই রেটিং হারাবে বর্তমানে ১১৯ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষ দল ভারত।

দুই ম্যাচের সিরিজে কোন দল না জিতলে বা ১-১ ব্যবধানে শেষ হলে ভারতের রেটিং হবে ১১৭। বাংলাদেশের হবে ৬৬। বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়, তবে টাইগারদের রেটিং হবে ৭০। ভারতের হবে ১১৪। ২-০ ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলে, তাদের রেটিং হবে ৭২। ভারতের হবে ১১৩। ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতলে, স্বাগতিকদের রেটিং ১১৯-ই থাকবে। বাংলাদেশের ১ রেটিং বেড়ে ৬২ হবে।

ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলে কোহলিদের রেটিং হবে ১২০। বাংলাদেশ ১ রেটিং হারাবে। তখন রেটিং হবে ৬০। তবে ভারতের মাটিতে তাদেরকে যে কোনো ফরম্যাটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে হারানো প্রায় অসম্ভের পর্যায়ে চলে গেছে। বিশ্বের কোনো দলই ভারতের মাটিতে সিরিজ জিতে যেতে পারে না। টাইগাররা কী করবে তা ভবিষ্যতই বলে দেবে র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে, অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং ৮০। আর বাংলাদেশের নীচে দশম স্থানে রয়েছে আফগানিস্তান। তাদের রেটিং ৫৫।

মন্তব্যসাতদিনের সেরা