শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ। আর এই টেস্টে মাত্র ৫০ রান করতে পারলে মিস্টার ডিপেন্ডেবল নামে খ্যাত মুশফিকুর রহিম টপকে যাবেন জাতীয় দলের বাইরে থাকা সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।
জানা গেছে, ভারতের বিপক্ষে সাদা পোশাকে ৪২.৮৮ গড়ে ৩৮৬ রান করেছিলেন আশরাফুল। যেখানে ১১ ইনিংসে একটি সেঞ্চুরি আর দুটি ফিফটি ছিল।
সেই একই দলের বিপক্ষে টেস্টে রানের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহীম। ৫৬.১৬ গড়ে ৩৩৭ রান করেছেন তিনি। ইন্দোর টেস্টে মাত্র ৫০ রান করলেই ভারতের বিপক্ষে টেস্ট ফরম্যাটে রান সংগ্রহে আশরাফুলকে টপকে যাবেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
এর আগে টেস্টে ৬টি সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহমান। তার মধ্যে ভারতের বিপক্ষেই দুটি করেছেন তিনি। আর একটি করে সেঞ্চুরি নিউজিল্যান্ড (১৫৯), শ্রীলঙ্কা (২০০), ওয়েস্ট ইন্ডিজ (১১৬) এবং জিম্বাবুয়ের (অপরাজিত ২১৯) বিপক্ষে করেছেন।
মন্তব্য