kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

ইডেন টেস্টের সময় পরিবর্তন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ নভেম্বর, ২০১৯ ১০:৫৩ | পড়া যাবে ১ মিনিটেইডেন টেস্টের সময় পরিবর্তন

বাংলাদেশ-ভারত ম্যধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। কলকাতার নভেম্বরের শেষ দিকে হচ্ছে এই ম্যাচটি। তবে এই টেস্ট ম্যাচকে নিয়ে চিন্তার কারণ শিশির। এজন্য ইডেন টেস্টের সময় পরিবর্তন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, প্রথমে কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই দিবা-রাত্রির ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। কিন্তু নভেম্বরের শেষ দিকে কলকাতায় প্রচুর শিশির পড়ে। তাই টেস্ট শুরুর সময় দুপুর দেড়টার পরিবর্তে প্রতিদিনের খেলা ১ টায় শুরু করার জন্য ভারতের ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) অনুমতি চায় সিএবি।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা গণমাধ্যমকে জানান, “শিশিরের কথা মাথায় রেখে সিএবির অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে। ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। প্রথম সেশন- দুপুর ১টা থেকে দুপুর ৩টা। দ্বিতীয় সেশন- দুপুর ৩:৪০ থেকে বিকেল ৫:৪০ পর্যন্ত। আর শেষ সেশন হবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।“
 
উল্লেখ্য, শক্তিশালী ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে আগামীকাল বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ।

মন্তব্যসাতদিনের সেরা