kalerkantho

শুক্রবার । ০৬ ডিসেম্বর ২০১৯। ২১ অগ্রহায়ণ ১৪২৬। ৮ রবিউস সানি ১৪৪১     

বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট

ইন্দোরের উইকেট কেমন হবে?

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৯ ২১:৫২ | পড়া যাবে ২ মিনিটেইন্দোরের উইকেট কেমন হবে?

ইন্দোরে অনুশীলনে ব্যস্ত টিম টাইগার। ছবি : এএফপি

উপমহাদেশের উইকেট বলতেই সবার আগে চলে আসে স্পিন উইকেটের কথা। বিশেষ করে বাংলাদেশ আর ভারতে তো বটেই। তবে বিশ্বজয়ের নেশায় ভারত এখন ঘূর্ণি উইকেটের পাশাপাশি স্পোর্টিং উইকেট বানাচ্ছে। সেই উইকেটে তাদের পেসাররা রীতিমতো গতি আর সুইংয়ের ঝড় তুলছেন। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের আগে সবার মনে প্রশ্ন একটাই, কেমন হতে যাচ্ছে ইন্দোরের উইকেট? ধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান কিউরেটর সামান্দার সিং চৌহানের কথায় বোঝা যাচ্ছে, এটা ঘূর্ণি উইকেট হবে না।

ভারতের একটি শীর্ষ ইংরেজি দৈনিককে সামান্দার সিং বলেছেন, 'ভালো উইকেট হবে। স্পোর্টিং উইকেট, সবার জন্য সহায়ক, ফরম্যাটের বিবেচনায় পাঁচ দিনই পিচ ভালো থাকবে। গত কয়েক দিন আবহাওয়া একটা সমস্যা ছিল। তবে আমরাও সেভাবে প্রস্তুত ছিলাম। পিচ ঢাকা ছিল। পানিও খুব কম দেওয়া হয়েছে।পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া এখন পরিষ্কার। তাই এটা থেকে সবাই সুবিধা পাবে।'

ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিপাক্ষিক সিরিজে অধিকাংশ সময় স্বাগতিক দলের শক্তির জায়গা বিবেচনায় নিয়ে উইকেট বানানো হয়। তবে এমন কোনো নির্দেশ তিনি পাননি বলে জানান চৌহান, 'ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাইনি। ৩৫-৪০ বছর ধরে এখানে কাজ করছি। আমরা জানি, দলের শক্তির জায়গা কোনটি, এবং সেভাবেই পিচ তৈরি করি।'

মন্তব্যসাতদিনের সেরা