kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

জম্মু-কাশ্মীরের ক্রিকেট থেমে থাকবে না : সৌরভ

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৯ ১৬:২৬ | পড়া যাবে ২ মিনিটেজম্মু-কাশ্মীরের ক্রিকেট থেমে থাকবে না : সৌরভ

কাশ্মীর ইস্যুতে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে ভারতে। এর প্রভাব পড়েছে ক্রিকেটাঙ্গনেও। জম্মু ও কাশ্মীরের ক্রিকেট বলতে গেলে বন্ধই রয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর সৌরভ গাঙ্গুলী এবার ঘোষণা করলেন, কোনো পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের ক্রিকেট উন্নয়নের কাজ থেমে থাকবে না। গতকাল সোমবার মুম্বাইয়ে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যায় জম্মু ও কাশ্মীরের এক প্রতিনিধিদল। তাদের এভাবেই আশ্বস্ত করেন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভের সঙ্গে সাক্ষাতে যাওয়া ওই দলে ছিলেন রাজ্য দলের অধিনায়ক পারভেজ রসুল, জম্মু ও কাশ্মীর দলের মেন্টর ইরফান পাঠান এবং রাজ্য ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সৌরভের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সার্বিক ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তা বলেছেন, 'বোর্ড প্রেসিডেন্ট প্রতিনিধিদলের সদস্যদের কথা মন দিয়ে শুনেছেন। আমরা তার কাছে অনুরোধ করেছি যাতে জম্মু ও কাশ্মীর ক্রিকেট উন্নয়নে তার সহায়তা পাই। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।'

রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে নিজেদের ঘরে কোনো ম্যাচ খেলার সুযোগই পাচ্ছেন না পারভেজ রসুলরা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীর দল তাদের ম্যাচগুলি খেলছে সুরাটে। জানা গেছে, দ্রতই জম্মুতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সৌরভ বিশেষ উদ্যোগ নিতে চলেছেন। ওই কর্মকর্তা বলেছেন, 'আশা করছি, জম্মুতে আবার রাজ্য দল ম্যাচ খেলতে পারবে। জম্মুতে একটি কলেজের বড় মাঠ রয়েছে। সেই মাঠের উন্নতি করার কাজ শুরু হবে। খুব সম্ভবত সেখানেই প্রথম শ্রেণির ম্যাচগুলি হবে।'

মন্তব্যসাতদিনের সেরা