kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

বোর্ড প্রেসিডেন্ট বদল হওয়ায় বেজায় খুশি ব্র্যাভো

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৯ ১৪:৫৯ | পড়া যাবে ২ মিনিটেবোর্ড প্রেসিডেন্ট বদল হওয়ায় বেজায় খুশি ব্র্যাভো

বহুদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত উইন্ডিজ ক্রিকেট বোর্ড। একসময়ের পরাক্রমশালী দলটি এখন নড়বড়ে। এবার দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনকে একহাত নিলেন ডোয়েন ব্র্যাভো। অপছন্দের ক্রিকেটারকে জাতীয় দলে ব্রাত্য করে রাখতেন ক্যামেরন, অভিযোগ ডোয়েনের। প্রেসিডেন্ট হিসেবে ক্যামেরনের ছয় বছরের মেয়াদ শেষ হওয়ায় স্বস্তির নিঃশ্বাসও ফেলেছেন তিনি। চলতি বছরের মার্চে মেয়াদ শেষ হয়েছে ক্যামেরনের।

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়েছেন সাবেক ম্যানেজার রিকি স্কেরিট। ব্র্যাভো এই প্রসঙ্গেই বলেছেন, 'প্রতিহিংসাপরায়ণ লোকের হাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অনেক ভুগেছে। যারা কিছু ক্রিকেটারকে সবসময় দলের বাইরে রাখতে চাইতেন। অনেক ক্যারিয়ার শেষ করে দিয়েছেন তারা। তবে ভগবান তো আছেন। আর তাই প্রত্যেক দড়িরই একটা শেষ থাকে। বিশ্বের সবচেয়ে লম্বা দড়িও একসময় শেষ হয়ে যায়। আর তা হতে দেখে ভালো লাগছে।'

জাতীয় দল থেকে দীর্ঘদিন বাদ পড়ার পর ব্র্যাভো ২০১৮ সালের অক্টোবরে বিদায় জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বোর্ডে পালাবদলের ফলে অবসর ভেঙে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, 'আমি এখনও ওয়েস্ট ইন্ডিজের সাবেক এক ক্রিকেটার। তবে দ্রুতই অবসর ভেঙে ফিরতে পারি।'

সর্বশেষ ২০১৭ সালে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ব্র্যাভো। ৩৬ বছর বয়সী ব্র্যাভো টেস্টে ২,২০০ রান করেছেন। নিয়েছেন ৮৬ উইকেট। একদিনের ক্রিকেটে ক্রিকেটে ২৯৬৮ রান করেছেন তিনি। নিয়েছেন ১৯৯ উইকেট। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তার ব্যাটে এসেছে ১১৪২ রান। উইকেট নিয়েচেন ৫২টি। তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কও ছিলেন। ২০১৪ সালে ভারতের মাটিতে শেষ ওয়ানডে খেলেন ব্র্যাভো।

মন্তব্যসাতদিনের সেরা