kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

অসদাচরণে আবারো ডিমেরিট পয়েন্ট পেলেন বেয়ারস্টো

কালের কণ্ঠ অনলাইন   

১২ নভেম্বর, ২০১৯ ১২:০৬ | পড়া যাবে ১ মিনিটেঅসদাচরণে আবারো ডিমেরিট পয়েন্ট পেলেন বেয়ারস্টো

অসদাচরণের দায়ে আবারো একটি ডিমেরিট পয়েন্ট পেলেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ‘অশ্লীল’ শব্দ ব্যবহার করে দোষী সাব্যস্ত হন তিনি। এর আগেও একই অভিযোগে তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছিল। এ নিয়ে বেয়ারস্টো নামের পাশের যোগ হলো দুইটি ডিমেরিট পয়েন্ট। 

জানা গেছে, এদিন নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৪৬ রানের জবাবে ব্যাটে নেমে ইংল্যান্ডকে এগিয়ে নেন বেয়ারস্টো। তার ১৮ বলে ৪৭ রানে ভর করে ম্যাচটি টাই করে ইংল্যান্ড। এরপরে সুপার ওভারেও ব্যাট হাতে ইংলিশদের জয়ের নায়ক ছিলেন তিনি। ইংল্যান্ড ইনিংসের সপ্তম ওভারে আউট হয়ে যান বেয়ারস্টো। তারপরে তিনি অশ্রাব্য কথা বলেন, যা স্ট্যাম্প মাইকে স্পষ্ট শোনা যায়।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৩ এর বিবৃতি অনুযায়ী  বেয়ারস্টো অশ্রাব্য কথা বলে লেভেল ১ অমান্য করেছেন। এজন্য তাঁকে ১ অথবা ২ ডিমেরিট পয়েন্ট পেতে হবে এবং ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা গুনতে হবে। 

এর আগেও চলতি বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও একই অপরাধের জন্য একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন বেয়ারস্টো।

মন্তব্যসাতদিনের সেরা