kalerkantho

শনিবার । ৮ কার্তিক ১৪২৭। ২৪ অক্টোবর ২০২০। ৬ রবিউল আউয়াল ১৪৪২

জাতীয় দলে ডাক পেয়েই ইনজুরি

কালের কণ্ঠ অনলাইন   

১১ নভেম্বর, ২০১৯ ১৭:৩২ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় দলে ডাক পেয়েই ইনজুরি

জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পাবার একদিন পরেই ইনজুরির কারণে স্পেন স্কোয়াড থেকে ছিটকে গেছেন উল্ফস উইঙ্গার এডামা ট্রায়োরে।

শনিবার ইনজুরি আক্রান্ত রদ্রিগোর স্থানে জাতীয় দলে ট্রায়োরেকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু অ্যাস্টন ভিলার বিপক্ষে উল্ফসের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে পেশীর ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী এই উইঙ্গার।

আগামী ১৫ নভেম্বর মাল্টা ও তিন দিন পর রোমানিয়ার বিপক্ষে অনুষ্ঠিতব্য ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচ দুটির জন্য এখন তার স্থানে পিএসজির পাবলো সারাবিয়াকে ডাকা হয়েছে।

এ সম্পর্কে ট্রায়োরে বলেছেন, 'দুর্ভাগ্যবশত: জাতীয় দলের হয়ে আমি মাঠে নামতে পারলাম না। তবে ভবিষ্যতে পুনরায় ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাব।'

মন্তব্যসাতদিনের সেরা