kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ফের মানসিক সমস্যা, সরে গেলেন ম্যাডিনসন

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ১৪:৪৭ | পড়া যাবে ১ মিনিটেফের মানসিক সমস্যা, সরে গেলেন ম্যাডিনসন

মানসিক স্বাস্থ্যজনিত কারণে নিজেকে সরিয়ে নিলেন নিক ম্যাডিনসন। পার্থে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের একটি ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়েছিল।

গতকাল শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে,  তারা ২৭ বছর বয়সি এই ব্যাটসম্যানের পাশে রয়েছে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়া এ দলের কোচ গ্রেম হিকও জানিয়েছেন, “নিক সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আমরা সবাই এর পিছনে রয়েছি। একান্তে কষ্ট পাওয়ার থেকে প্রকাশ্যে এটা নিয়ে কথা বলতে বেশি সাহস লাগে। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার সাহস দেখানোর জন্য সাধুবাদ জানাব নিককে।”

জানা গেছে, ম্যাডিনসনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন ক্যামেরুন ব্যানক্রফট।

 

এর আগেও এই কারণে ভুগতে হয়েছে ম্যাডিনসনকে। ২০১৭ সালে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার পর তিনি খেলা থেকে বিরতি নিয়েছিলেন। 

মন্তব্যসাতদিনের সেরা