kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

নাগপুরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : শফিউল ইসলাম

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ১৩:১০ | পড়া যাবে ২ মিনিটেনাগপুরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : শফিউল ইসলাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে হারলেও আশা ছাড়েনি টাইগাররা। আগামীকাল রবিবার ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য শেষ ম্যাচে সিরিজ জয়ের উদ্দেশে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গতকাল শনিবার রাজকোটে টিম হোটেলের সামনে দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন বাংলাদেশের ডানহাতি পেসার শফিউল ইসলাম।

নাগপুরে বাংলাদেশ শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলে জানিয়ে শফিউল বলেন, ‘অবশ্যই, আমাদের এখনো সুযোগ আছে (সিরিজ জয়ের), যদি আমরা ভালো ক্রিকেট খেলি। প্রথম ম্যাচটা যে রকম খেলেছি, সে রকম যদি খেলতে পারি। আর এই ম্যাচে কিছু ছোটো ছোটো ভুল ছিল। যদি আমরা সামনের ম্যাচে এই ভুলগুলো না করি, অবশ্যই আমাদের সিরিজ জেতা সম্ভব। আশা করি, আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াব। আমরা সিরিজ জেতার জন্যই খেলব।’

দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার ব্যাটিং প্রসঙ্গে এই ডানহাতি পেসার বলেন, ‘রোহিতের ভালো একটা দিন গিয়েছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারো এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই শক্ত আছি, এখনো একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

তিনি আরো বলেন, ‘হারলে তো মন খারাপ লাগবেই। একটা বড়ো সুযোগ ছিল। এক ম্যাচ আগে যদি আমরা সিরিজ জিততে পারতাম, তাহলে অবশ্যই ভালো লাগত। হারার পর তো অবশ্যই মন খারাপ থাকবে। কিন্তু আসলে কীভাবে শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারব এটাই হচ্ছে মূল বিষয়।’

 

মন্তব্যসাতদিনের সেরা