kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

ম্যান অব দ্য ম্যাচের রেকর্ড

শেষ টি-টোয়েন্টিতে গেইল-হাফিজদের টপকানোর সুযোগ রোহিতের

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ১২:৩৪ | পড়া যাবে ১ মিনিটেশেষ টি-টোয়েন্টিতে গেইল-হাফিজদের টপকানোর সুযোগ রোহিতের

বাংলাদেশ-ভারত মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় বা শেষ ম্যাচ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। আর এই ম্যাচে আরেকবার ম্যাচ সেরার পুরস্কার পেলে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ বার ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হবেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। সেইসঙ্গে পেয়ে যাবেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ বলে ৮৫ রান করে দলকে জেতান রোহিত শর্মা। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। টি-টোয়েন্টিতে এটা তার নবম ম্যান অব দ্য ম্যাচ। 

জানা গেছে, টি-টোয়েন্টিতে রোহিত বাদে ৯ বার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, মোহাম্মদ হাফিজরা। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে তাদের টপকে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার সুযোগ থাকছে তার।

আরো জানা গেছে, এই ফরম্যাটে সর্বোচ্চ ১১ বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং পাকিস্তানের সাবেক দলপতি শহীদ আফ্রিদি। তাদের পরে আর কেউ এক অঙ্কের বাইরে বেরুতে পারেননি। 

মন্তব্যসাতদিনের সেরা