kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

ইউরো ২০২০ বাছাই পর্বের জন্য স্পেনের দল ঘোষণা

কালের কণ্ঠ অনলাইন   

৯ নভেম্বর, ২০১৯ ১০:০৯ | পড়া যাবে ২ মিনিটেইউরো ২০২০ বাছাই পর্বের জন্য স্পেনের দল ঘোষণা

ইউরো ২০২০ বাছাই পর্বে স্পেনের প্রতিপক্ষ মাল্টা আর রোমানিয়া। আগামী ১৫ নভেম্বর মাল্টা আর ১৮ নভেম্বর রোমানিয়ার বিপক্ষে মাঠে নামবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন কোচ রবার্তো মোরেনোতারা। 

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রোয়েশিয়ান লিগের জায়ান্ট ডায়নামো জাগরেবে খেলা ফরোয়ার্ড দানি ওলমো। 

জানা গেছে, মাত্র ৮ বছর বয়সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে স্পেনের ক্লাব এস্পানিওলে নাম লেখান ওলমো। পরের বছর বার্সার একাডেমিতে সুযোগ পান তিনি। সেখানে সাত বছর কাটিয়ে চলে যান ডায়নামো জাগরেবে। গত বছর স্পেনের অনূর্ধ্ব-২১ দলেও খেলেছেন তিনি।

এ ছাড়াও জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন পাকো আলকাসের, আলভারো মোরাতা ও সার্জিও বুসকেটস। 

এদিকে ২৩ সদস্যের দল জায়গা করে নিতে পারেননি বার্সার তরুণ তারকা আনসু ফাতি। বার্সার সিনিয়র তারকা জেরার্ড পিকেও নেওয়া হয়নি। এমনকি দলে জায়গা হয়নি অ্যাতলেতিকোর কোকে, দিয়েগো কস্তা, সেল্টা ভিগোর ইয়াগো আসপাস, রিয়াল মাদ্রিদের ইসকো, আলভারো অদ্রিওজোলা, চেলসির মার্কোস অলোনসো, সিজার আজপিলিচুয়েতা, সেভিয়ার সার্জিও রেগুইলন, পিএসজির পাবলো সারাবিয়া, আর্সেনালের দানি কাবালোসের মতো তারকাদের। এ ছাড়াও ইনজুরিতে পড়ায় বাদ পড়েছেন বার্সায় খেলা জরদি আলবা এবং সার্জি রবার্তো।

স্পেনের স্কোয়াড:
গোলরক্ষক: ডেভিড ডি গিয়া, কেপা, পাউ লোপেজ
ডিফেন্ডার: দানি কারভাহাল, জেসুস নাভাস, হোসে গায়া, বার্নাট, রাউল আলবিওল, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস এবং পাউ তোরেস
মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, থিয়াগো, রদ্রি, সাউল, সান্তি কাজোরলা এবং ফ্যাবিয়ান রুইজ
ফরোয়ার্ড: রদ্রিগো মোরেনো, মাইকেল ওয়ারজাবাল, পাকো আলকাসের, জেরার্ড মোরেনো, আলভারো মোরাতা এবং দানি ওলমো।

মন্তব্যসাতদিনের সেরা