kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

'কিপিংয়ের প্রাথমিক পাঠই জানেন না পন্ট'!

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ২১:৫৮ | পড়া যাবে ২ মিনিটে'কিপিংয়ের প্রাথমিক পাঠই জানেন না পন্ট'!

লিটন দাসকে স্টাম্পিং করার সেই ব্যর্থ প্রচেষ্টা। ছবি: ইন্টারনেট

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত জয় পেলেও তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্টকে নিয়ে বিতর্ক চলছেই। বারবার শিশুসুলভ ভুল করছেন তিনি। নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচে একাধিক ভুল করেছিলেন তিনি। রিভিউ নিতে হবে কিনা, সেই ব্যাপারে অধিনায়ক রোহিতকে ঠিকমতো পরামর্শ দিতে পারেননি। তার জন্য রোহিত হাসির ছলে তাঁকে কটাক্ষও করেন। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। গতকাল বৃহস্পতিবার রাজকোটে ভারতের 'ডু অর ডাই' ম্যাচেও পন্ট করে বসেন মারাত্মক ভুল।

রাজকোটের ম্যাচে শুরুটা দারুণ করেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নইম। ম্যাচের ষষ্ঠ ওভারে যুজবেন্দ্র চহালের বলে এগিয়ে এসে মারতে যান লিটন। বলের লাইন বুঝতে পারেননি তিনি। কিন্তু স্টাম্পের আগেই বলটি ধরেন ঋষভ। তৃতীয় আম্পায়ার নো বল ডাকেন। সহজ স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করে বসেন তরুণ উইকেটকিপার। ফলে সেই যাত্রায় বেঁচে যান লিটন। ঋষভের ভুলে বেঁচে যাওয়ার পরেও অবশ্য লিটন বড় রান করতে পারেননি। পরে অবশ্যই পন্টের সৌজন্যেই প্যাভিলিয়নে ফিরেন তিনি।

কিন্তু, তাতেও ঋষভকে নিয়ে সমালোচনা বন্ধ হয়নি। কারণ একই ভুল তিনি সৌম্য সরকারের বেলাতেও করেছিলেন। যদিও সৌম্য আউট হয়েছেন। সোশ্যাল সাইটে অনেকেই লেখেন, 'এই ঋষভ পন্টকেই নাকি ধোনির বিকল্প হিসেবে মনে করা হচ্ছে।' সোশ্যাল মিডিয়ায় ধোনিকে ফেরানোর দাবি তুলেছেন ভারতের ক্রিকেটভক্তরা। পন্টকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক মিম ছড়িয়ে পড়েছে। ওই একবারই নয়, ম্যাচ চলাকালীন আরও একাধিক ভুল করেন পন্ট। উইকেট কিপিংয়ের প্রাথমিক পাঠ ভুলে যান তিনি। তবে অনেকেই পন্টকে আরও কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়ার পক্ষে।

মন্তব্যসাতদিনের সেরা