kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

দলের ৯ জনই 'ডাক' মারলেন! ঘটনা বাংলাদেশের

কালের কণ্ঠ অনলাইন   

৮ নভেম্বর, ২০১৯ ১৬:১২ | পড়া যাবে ২ মিনিটেদলের ৯ জনই 'ডাক' মারলেন! ঘটনা বাংলাদেশের

ক্রিকেট মাঝেমধ্যেই অদ্ভুত কিছু ঘটনার জন্ম দেয়। অদ্ভুত কিছু স্কোরকার্ড, রেকর্ড আর ক্রিকেটারদের কাণ্ডকারখানা দেখে দর্শকরা বুঝে উঠতে পারেন না তারা হাসবেন নাকি কাঁদবেন। যেমন ময়মনসিংহে শুরু মেয়েদের অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে বরিশাল বিভাগের ইনিংস দেখলে সেটিই মনে হওয়া স্বাভাবিক। গতকালের এই ম্যাচে অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে এখন দেশের ক্রিকেটাঙ্গনে চলছে আলোচনা।

বৃহস্পতিবার বরিশাল বিভাগের ১১ ব্যাটসম্যানের মধ্যে ৯ জনের নামের পাশের রান ০! মানে একটা দলের ৯ জনই 'ডাক' মেরেছেন! আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ১০ রান করেছেন লিজা সুলতানা। ১১ নম্বর ব্যাটার টুম্পা চৌধুরী অপরাজিত ছিলেন ১ রানে। প্রথম সাত ব্যাটসম্যানসহ বাকি ৯ জনের সবাই ০ রানে আউট! রান তাড়ায় বরিশাল ৯ রানেই হারায় প্রথম ৬ উইকেট। পাশাপাশি স্বাগতিকদের ইনিংসেও শূন্য ৩টি। 

এর আগে ময়মনসিংহও যে খুব ভালো ব্যাট করেছিল তা নয়। স্বাগতিক দলটি অল-আউট হয়েছিল মাত্র ৫৯ রানে। মজার ব্যাপার হলো, এই ঘটনার পরও বরিশাল বিভাগের স্কোরবোর্ডে লেখা হয়েছিল ৩০ রান। সৌজন্যে ময়মনসিংহের বোলাররা। স্বাগতিক দলের মেয়েরা বাই, লেগবাই, ওয়াইড মিলিয়ে ১৯টি রান দিয়েছিলেন। তাতেই ৯.৫ ওভারে অল-আউট হওয়ার আগে ৩০ রান করতে পারে বরিশাল।দিনের অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে রংপুরের শানু আক্তার ৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

মন্তব্যসাতদিনের সেরা