kalerkantho

শনিবার । ২৩ নভেম্বর ২০১৯। ৮ অগ্রহায়ণ ১৪২৬। ২৫ রবিউল আউয়াল ১৪৪১     

এই প্রথম ইংল্যান্ডকে বাগে পেয়েছে কিউইরা

কালের কণ্ঠ অনলাইন   

৭ নভেম্বর, ২০১৯ ১৬:৫৬ | পড়া যাবে ২ মিনিটেএই প্রথম ইংল্যান্ডকে বাগে পেয়েছে কিউইরা

দেশের মাটিতে কখনোই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে এবার ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ পেয়েছে তারা। চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা ইতিমধ্যেই ২-১ ব্যবধানে এগিয়ে। আগামীকাল চতুর্থ ম্যাচ জিতলেই দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। অন্যদিকে চতুর্থ ম্যাচ জিতে আবারো লড়াইয়ে ফিরতে চায় ইংলিশরা। শুক্রবার নেপিয়ারে বাংলাদেশ সময় সকাল ১১টায় মুখোমুখি হচ্ছে দুই দল।

এর আগে ৫টি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। এরমধ্যে ৪টি জিতেছে ইংল্যান্ড, একটি নিউজিল্যান্ড। নিজ মাঠে দুটি সিরিজেই হেরেছে নিউজিল্যান্ড। ২০০৮ সালে প্রথম দুই ম্যাচের ২-০ ব্যবধানে ও ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। তাই এবার দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর বন্ধ্যাত্ব ঘোচাতে চায় টিম সাউদির দল। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ইনজুরিতে থাকায় এবারের সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন সাউদি।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের দুর্দান্ত পারফরমেন্সে খুশি নিউজিল্যান্ডের অধিনায়ক সিরিজ জয়ের লক্ষ্যে দলের কাছ থেকে পারফরমেন্সের ধারাবাহিকতা চান। সাউদি বলেন, 'শেষ দুই ম্যাচে দলের সবাই ভালো পারফরমেন্স করেছে। আশা করছি, চতুর্থ ম্যাচেও সেটি অব্যাহত থাকবে। এ ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই আমরা। নয়তো শেষ ম্যাচে চাপে পড়তে হবে আমাদের। সিরিজ জিততে হলে আরো ভালো পারফরমেন্স করতে হবে।'

অন্য দিকে সিরিজ হার এড়াতে হলে চতুর্থ ম্যাচে জিততেই হবে ইংল্যান্ডকে। তাই চতুর্থ ম্যাচে দল ঘুড়ে দাঁড়াবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়োই মরগান, 'আগের ম্যাচগুলো এখন অতীত। তবে ঐ ম্যাচের ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি এবং শুধরেও নিয়েছি। অনুশীলনে ও টিম মিটিংয়ে ভুলগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। আশা করছি, চতুর্থ ম্যাচে আমরা জ্বলে উঠতে পারবো। আমাদের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে হবে।'

মন্তব্যসাতদিনের সেরা