kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

অনলাইনে ‘ধোনি’ সার্চ করলেই ঢুকে পড়বে ভাইরাস

কালের কণ্ঠ অনলাইন   

২৩ অক্টোবর, ২০১৯ ১৪:২৯ | পড়া যাবে ২ মিনিটেঅনলাইনে ‘ধোনি’ সার্চ করলেই ঢুকে পড়বে ভাইরাস

অনলাইন সার্চে সব থেকে জনপ্রিয় ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে খ্যাত মহেন্দ্র সিংহ ধোনি। সম্প্রতি অ্যান্টি-ভাইরাস সংস্থা ম্যাকাফে তাঁদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, ধোনি ভারতে সব থেকে বেশি সার্চ হয়। আর সুযোগ বুঝে হ্যাকাররাও বিভিন্ন ভাইরাস এই সার্চে ঢুকিয়ে দিচ্ছে। সেইসব ভাইরাস নিঃশব্দেই ব্যবহারকারীর স্মার্টফোন ও কম্পিউটারে ঢুকে পড়ছে। এর ফলে নিজেদের অজান্তেই বিপদ পড়ছে ইন্টারনেট ব্যবহারকারিরা। 

খবরে বলা হয়েছে, ম্যাকাফের এই ভয়ঙ্কর লিস্টে ধোনির ঠিক পরেই আছেন লিটল মাস্টার শচীন তেন্ডুলকার। ধোনি-তেন্ডুলকার ছাড়াও সংস্থাটির ১০ জনের তালিকায় আছে ভারতীয় দলের মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কউর এবং অলিম্পিকে রুপোজয়ী শাটলার পিভি সিন্ধু ও ক্রিশ্চিয়ান রোনাল্ডোর নামও।

এই বিষয়ে ম্যাকাফের ভাইস-প্রেসিডেন্ট ভেঙ্কট কৃষ্ণাপূরণ গণমাধ্যমকে বলেন, ‘বিনোদন হোক বা খেলা নেটিজেনদের একটা বিশাল অংশই এখন পাইরেটেড কপি ফ্রি-তে দেখতে পছন্দ করে। আর বিপদটা এখানেই লুকিয়ে থাকে। পাইরেটেড কপির বিপদের দিকগুলো আর তারা মাথায় রাখে না। ফলে কার্যত নিঃশব্দেই গুরুত্বপূর্ণ তথ্য চলে যায় হ্যাকারদের কাছে।’ 

তিনি আরো বলেন, ‘তরুণ প্রজন্ম শুধু ফ্রি-তে পাইরেটেড কী ডাউনলোড করা যায় তাই দেখে। এর বদলে তাদের থেকে কী চুরি করে নেওয়া হচ্ছে, সে বিষয়ে মাথা ঘামায় না।’ 

এ জন্য টরেন্ট হোক বা অন্যান্য পাইরেটেড ওয়েবসাইট যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিভিন্ন অ্যান্টি-ভাইরাস সংস্থার কর্মকর্তারা।

এদিকে এই হ্যাকিংকে অশনি সঙ্কেত হিসেবে দেখছেন ভারতের সাইবার বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এই তরুণ প্রজন্মের সামনে ইন্টারনেটের অপার দুনিয়া হাতে মুঠোয় চলে আসায় সমস্যা বাড়বে 
সূত্র : 

মন্তব্যসাতদিনের সেরা