kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

ভারত সফর

কৌশলগত কারণে এখন টেস্ট দল ঘোষণা নয়

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৯ ১৪:০৮ | পড়া যাবে ২ মিনিটেকৌশলগত কারণে এখন টেস্ট দল ঘোষণা নয়

আগামী মাসে ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তাই এ সফরকে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনও টেস্ট দল ঘোষণা করা হয়নি। জানা গেছে, চলমান জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শেষে টেস্ট দল ঘোষণা করা হবে। যদিও প্রথমে শোনা যাচ্ছিল, দ্বিতীয় রাউন্ড শেষেই ঘোষণা করা হবে টেস্ট দল।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণমাধ্যমকে বলেন, ‘আমরা চাই টেস্ট দলে যারা আছে, তারা আরও এক রাউন্ড খেলুক। তারপর আমরা দল ঘোষণা করব।’ 

নান্নু বলেন, 'টেস্ট দলও চূড়ান্ত। আমরা টি-টোয়েন্টি স্কোয়াডের সাথে টেস্ট দলও চূড়ান্ত করে ফেলেছি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভাইয়ের অনুমোদন নেওয়াও শেষ; কিন্তু আমরা কৌশলগত কারণে দল এখন ঘোষণা করব না। সেটা ২৫ অক্টোবরের আগে ঘোষণা না করারও সিদ্ধান্ত নিয়েছি।'

এর ব্যাখায় প্রধান নির্বাচক আরো বলেন, ‘আমরা চাই টেস্ট দলের ক্রিকেটাররা জাতীয় লিগের তৃতীয় রাউন্ডটাও খেলুক। তাতে দীর্ঘ পরিসরের চর্চাটা হবে। সবাই মোটামুটি চার দিনের ম্যাচ খেলার মধ্যে থাকবে। খেলার সাথে থাকবে। তবে টি টোয়েন্টি স্কোয়াডের সাথে ঠিক ২৫ অক্টোবরই তারা অনুশীলন শুরু করবে না। তাদের আরও এক রাউন্ড (যা শুরু হবে ২৪ অক্টোবর থেকে) খেলার সুযোগ করে দিতে চাই আমরা। তাতে করে টেস্টের প্রস্তুতিটাও হবে ভাল।’

মন্তব্যসাতদিনের সেরা