kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

খেলার মাঝে হিজাব খুলল ফুটবলারের ; দৃষ্টান্ত স্থাপন করল প্রতিপক্ষ

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৯ ২১:০৭ | পড়া যাবে ২ মিনিটেখেলার মাঝে হিজাব খুলল ফুটবলারের ; দৃষ্টান্ত স্থাপন করল প্রতিপক্ষ

মুসলিম দেশগুলোতে হিজাব পরে ফুটবল খেলা বিরল কোনো ঘটনা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার বা রাষ্ট্রের কঠোর বিধিনিষেধের কারণে মেয়ে ফুটবলাররা হিজাব পরতে বাধ্য হন। তবে হিজাব পরে ফুটবল খেলা সহজ নয়। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। ড্রিবল, পাসিং, বডি কন্ট্রোলের সময় যে কোনো মুহূর্তে থাকে হিজাব খুলে পড়ার আশঙ্কা! এবার সেরকম হলো জর্ডানের ফুটবল লিগে। সঙ্গে সঙ্গে বিপক্ষ দলের ফুটবলাররা এক দৃষ্টান্তমূলক উদ্যোগ নিলেন। 

পশ্চিম এশীয় ফুটবল ফেডারেশন (ডব্লিউএএফএফ) জর্ডানে প্রথমবার ডব্লিউএএফএফ ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেখানেই শাবাব আল অর্ডন ক্লাব বনাম আরব অর্থোডক্স ক্লাবের ম্যাচে এমন কাণ্ড ঘটে। আরব অর্থোডক্সের এক মহিলা ফুটবলারের হিজাব খুলে যায় ম্যাচের মাঝে। মাঝমাঠে সেই সময় তিনি বিপক্ষ ফুটবলারদের সঙ্গে বল দখলের লড়াই করছিলেন। তখনই আচমকা তার হিজাব খুলে যায়। প্রায় সঙ্গে সঙ্গে বিপক্ষ দলের ফুটবলাররা তার কাছে ছুটে আসেন। এর পর তারা মানবপ্রাচীর তৈরি করেন সেই ফুটবলারকে ঘিরে!

সবাই মিলে এমনভাবে তাকে ঘিরে ধরেন যাতে সেই ফুটবলার আড়ালে থেকে আবার হিজাব পরে ফেলতে পারেন! আচমকা হিজাব খুলে যাওয়ার পর স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে বিব্রত হয়ে পড়েছিলেন সেই ফুটবলার। তবে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন বিপক্ষ দলের ফুটবলাররা। তাদের এমন উদ্যোগ ফুটবল বিশ্বে প্রশংসিত হয়েছে। অনেকেই সেই ফুটবলারদের স্পোর্টসম্যান স্পিরিট-এর প্রশংসা করেছেন। অপরের ধর্মীয় অনুভূতির প্রতি এমন শ্রদ্ধাবোধ খেলার মাঠে অবশ্য বিরল নয়। তবে এভাবে এগিয়ে এসে অস্বস্তিতে পড়া একজন ফুটবলারকে সহযোগিতা করা অবশ্যই বিরল।

দেখুন সেই মুহূর্তের ভিডিও :

মন্তব্যসাতদিনের সেরা