kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

তাসকিনের ইনজুরির খবর নিয়ে যা বললেন গাঙ্গুলী

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৯ ০৮:৪১ | পড়া যাবে ১ মিনিটেতাসকিনের ইনজুরির খবর নিয়ে যা বললেন গাঙ্গুলী

সম্প্রতি ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হলেন প্রিন্স অব কলকাতা খ্যাত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এ নিয়ে সৌরভের সাথে বাংলাদেশি গণমাধ্যমগুলো কথা বলতে গেলে নিজের সমসাময়িক বিষয়ের সাথে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের ব্যাপারেও খোঁজ-খবর নেন তিনি।

পেসার তাসকিনের কথা জিজ্ঞাসা করে সৌরভ গাঙ্গুলী বলেন, 'তোমাদের ওই ছেলেটা কোথায়। যে ডান হাতে জোরে বল করে। ওহ! ওর নাম তাসকিন। কিছুদিন আগে শুনলাম সে নাকি ইনজুরিতে আছে। এখন কেমন তার অবস্থা।'

উল্লেখ্য, অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে সবাইকে জানান দিয়েছিলেন তাসকিন। এ ছাড়া ভারতের সাথে তিনি যখনই খেলেছেন তখনই সাফল্য পেয়েছেন। আগামী মাসে ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট খেলবে বাংলাদেশ। তাই এ সফরে দলের সঙ্গে তাসকিনের থাকার গুঞ্জন চলছে। তবে এই গতি তারকা চোট থেকে মুক্তি পেলেই ভারত সফরে খেলতে পারবেন। এ জন্য তাসকিনকে আরো কিছু দিন অপেক্ষা করতে হবে। 

মন্তব্যসাতদিনের সেরা