kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

যে বিশেষ ক্ষমতার কারণে ধোনি আজ 'ক্যাপ্টেন কুল'

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৯ ২০:৫৫ | পড়া যাবে ২ মিনিটেযে বিশেষ ক্ষমতার কারণে ধোনি আজ 'ক্যাপ্টেন কুল'

মাঠের খেলায় অসম্ভব ঠাণ্ডা মাথার ক্রিকেটারের নাম মহেন্দ্র সিং ধোনি। সচরাচর আবেগের বহিঃপ্রকাশ দেখা যায় না তার শরীরি ভাষায়। কঠিন ও উত্তেজক পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেন। যে কারণে ক্রকেটবিশ্ব মহেন্দ্র সিং ধোনিকে চেনে 'ক্যাপ্টেন কুল' নামে। বাইরের ছবিটা যাই হোক না কেন, ভিতরে ভিতরে আবেগ যে ধোনির মধ্যে প্রভাব ফেলে না, এমনটা নয়। ধোনি নিজেই জানালেন, বাকিদের থেকে তার আবেগে নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা বোধহয় বেশি।

ধোনির কথায়, 'আমিও বাকিদের মতোই। তবে আমার আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বাকি অনেকের থেকে বেশি। এটুকু বলতে পারি যে, আমিও একই রকম হতাশা অনুভব করি। শুধু হতাই হই এমনটা নয়, রাগও হস আর সবার মতো। তবে এই আবেগ অনুভূতিগুলোর কোনওটাই ইতিবাচক নয়। তাই এগুলো প্রকাশ না করাই শ্রেয়।'

ধোনি আরও বলেন, 'মাঠে অযথা আবেগ না দেখিয়ে যথাযথ পরিকল্পনা করাই করণীয় মনে হয় আমার। সেই পরিস্থিতিতে কাকে কীভাবে ব্যবহার করা যায়, কীভাবে নিজেদের প্রয়োগ করা যায়, সেটা ভাবাই উচিত বলে মনে করি সবসময়।'

ধোনি জানান যে, ফলাফলের থেকেও প্রক্রিয়ায় নজর দেওয়া দরকার। তার মতে, 'টেস্ট ক্রিকেটে দুটি ইনিংস। পরিকল্পনার জন্য অনেকটা সময় পাওয়া যায়। ঠিক তেমনই ভুল ভ্রান্তি ঢাকার জন্যও বাড়তি সময় পাওয়া যায়। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সব কিছু অত্যন্ত দ্রুত ঘটে। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এই অবস্থায় ম্যাচ বা সিরিজ জয়ের কথা ভাবার থেকেও সেই পরিস্থিতির দিকে নজর দেওয়াই আমার কাছে শ্রেয় মনে হয়।'

মন্তব্যসাতদিনের সেরা