kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

মেয়ের আবদার মিটিয়ে সালাহ এবার 'বর্ষসেরা বাবা'

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৯ ২১:০১ | পড়া যাবে ২ মিনিটে



মেয়ের আবদার মিটিয়ে সালাহ এবার 'বর্ষসেরা বাবা'

ছবি : টুইটার

তিনি মোহাম্মদ সালাহ। পৃথিবী বিখ্যাত ফুটবলার। মেসি-রোনালদোর পরেই তার নাম উচ্চারিত হয়ে থাকে। এসব পরিচয়ের বাইরেও মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর বড় পরিচয় হলো তিনি একজন বাবা এবং স্বামী। আর বাবা হিসেবে মেয়ের সঙ্গে ভালোবাসাটা বেশি থাকবে- এটাই স্বাভাবিক। মেয়ে মক্কার জন্মদিনে তাই একটু ভিন্ন রূপে দেখা গেল লিভারপুলের মহাতারকাকে।

গতকাল বুধবার ছিল সালাহর একমাত্র মেয়ে মক্কার জন্মদিন। আদরের রাজকন্যার জন্মদিন বলে কথা, বাবা মোহামেদ সালাহ কি আর ফুটবলারের বেশে থাকতে পারেন? জন্মদিনের কেক এনেছেন, উপহারও আছে সঙ্গে। ফুল, বেলুন আর আলোকসজ্জা দিয়ে ঘর সাজানো হয়েছে। কিন্তু এতেও খুশি নয় কন্যা। তার একটু ভিন্ন কিছু চাই। তাই মেয়ের পছন্দের কার্টুন চলচ্চিত্র মোয়ানার প্রধান চরিত্র মাউই সেজে সবাইকে চমকে দিলেন সালাহ।

সোশ্যাল সাইটের কল্যাণে সালাহর এই নতুন রূপ সবাই দেখে ফেলেছে। সালাহ যে একদিন বর্ষসেরা ফুটবলার হয়ে যাবেন, এতে অনেকেই সন্দেহ পোষণ করেন না। তবে এর আগেই আরেকটি 'বর্ষসেরা' খেতাব পেয়ে গেলেন মিশরীয় সুপারস্টার। মেয়ের আবদার মেটানো বাবাকে 'ড্যাডি অব দ্য ইয়ার' আখ্যা দিয়েছে ক্রীড়া বিষয়ক রেডিও স্টেশন টকস্পোর্ট। একজন বাবার কাছে এর চেয়ে বড় পুরস্কার কিছু হতে পারে?

মন্তব্য



সাতদিনের সেরা