kalerkantho

বুধবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৭। ২ ডিসেম্বর ২০২০। ১৬ রবিউস সানি ১৪৪২

ভারতও পাকিস্তানকে হারাতে পারে ভাবিনি: শোয়েব আখতার

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৯ ২০:১৭ | পড়া যাবে ১ মিনিটে



ভারতও পাকিস্তানকে হারাতে পারে ভাবিনি: শোয়েব আখতার

ক্রিকেট মাঠের লড়াইয়ে ভারতও পাকিস্তানকে হারাতে পারে, সৌরভ গাঙ্গুলি অধিনায়ক হওয়ার আগে পর্যন্ত কখনো ভাবেননি শোয়েব আখতার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি নিযুক্ত হওয়ার পরই এমন প্রতিক্রিয়া জানালেন বিশ্ব ক্রিকেটে ব্যাটসম্যানদের এক সময়ের ত্রাস শোয়েব আখতার।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, সৌরভের বিসিসিআইয়ের সভাপতি হওয়া সত্যিই অনকে ভালা খবর। ক্যাপ্টেন হওয়ার পর ভারতীয় ক্রিকেটের ভোল বদলে দিয়েছিল সৌরভ। নবইয়ের দশকে ভারতও পাকিস্তানকে যে নিয়মিত হারাতে পারে, তা কখনও ভাবিনি। কিন্তু সৌরভ ক্যাপ্টেন হওয়ার পর সব বদলে গেল।

তিনি আরো বলেন, ক্যাপ্টেন হওয়ার পর শেহবাগ, যুবরাজ, জাহিরের মত নতুন মুখকে দলে সুযোগ দিল। সৌরভ এমন দুর্দান্তভাবে দল সাজিয়ে ফেলল যে তার পরই মনে হয়েছিল, এখন থেকে ভারতও পাকিস্তানকে হারাতে পারে।

মন্তব্য



সাতদিনের সেরা