kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে : ভিভিএস লক্ষ্মণ

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ২ মিনিটেসৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে : ভিভিএস লক্ষ্মণ

নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় ক্রিকেট। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ওপরে এমন আস্থার কথা জানিয়ে দিলেন ভিভিএস লক্ষ্মণ।

সৌরভ গাঙ্গুলিকে অভিনন্দন জানিয়ে স্টাইলিশ হায়দরাবাদি বলেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানাই। তোমার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট উন্নতি করবে, এ বিষয়ে আমার মনে কোনো সন্দেহই নেই। দাদা, তোমার নতুন কাজের জন্য শুভেচ্ছা রইল। তোমার সাফল্য কামনা করি।

তিনি মনে করেন, বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সৌরভ বদলে দেবেন ভারতীয় ক্রিকেটকে।

লক্ষ্মণকে ধন্যবাদ জানিয়ে সৌরভও বলেছেন, ধন্যবাদ ভিভিএস। তোমাকেও পাশে থাকতে হবে।

উল্লেখ্য, ২০০০ সালে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সৌরভ গাঙ্গুলী। কারণ তখন ম্যাচ ফিক্সিংয়ের কালো মেঘে আচ্ছন্ন ছিল ভারতীয় ক্রিকেট। এ রকম সময়ে অসাধারণ নেতৃত্ব আর পারফরমেন্স দিয়ে ভারতকে তুলে আনেন বিশ্বসেরাদের কাতারে। নিজেও অধিনায়ক হিসেবে দুনিয়াজোড়া খ্যাতি পান। সেই নেতৃত্বগুণ দিয়েই ১৯ বছর পর আবারও ভারতীয় ক্রিকেট প্রশাসনের মসনদে বসতে যাচ্ছেন সৌরভ। 

যদিও ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বলাই যায় ভারতীয় ক্রিকেটকে বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। কারণ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব এবং দেশটি প্রাক্তন টেস্ট ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল প্রেসিডেন্টের দৌড়ে এগিয়ে থাকলেও শেষমুহূর্তে সরে যান তিনি। এ ছাড়াও গত রবিবার বোর্ডের অনানুষ্ঠানিক সভায় সর্বসম্মতিতে প্রেসিডেন্ট হিসেবে সৌরভকেই বেছে নেয় বোর্ডের কর্তাব্যক্তিরা। এত কিছুর পর বলাই যায় বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট পদে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মন্তব্যসাতদিনের সেরা