kalerkantho

রবিবার। ১৭ নভেম্বর ২০১৯। ২ অগ্রহায়ণ ১৪২৬। ১৯ রবিউল আউয়াল ১৪৪১     

সুপার ওভারে বাউন্ডারির হিসাব আর থাকছে না

কালের কণ্ঠ অনলাইন   

১৪ অক্টোবর, ২০১৯ ২৩:৪৮ | পড়া যাবে ১ মিনিটেসুপার ওভারে বাউন্ডারির হিসাব আর থাকছে না

২০১৯ বিশ্বকাপের ফাইনাল যেমন রোমাঞ্চের ঢেউ ছড়িয়েছিল, তেমনি বাউন্ডারি সংখ্যায় ফল নির্ধারণ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছিল ক্রিকেট বিশ্বজুড়ে। সেটির ধাক্কায়ই নিয়মে বদল আনল আইসিসি।

টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনালে সুপার ওভার টাই হলেও এখন আর বাউন্ডারি সংখ্যায় নির্ধারিত হবে না ম্যাচের ফল। এখন থেকে সেমিফাইনাল ও ফাইনালে সুপার ওভার টাই হলে কোনো এক দল জয় না পাওয়া পর্যন্ত সুপার ওভার একটির পর একটি হতেই থাকবে।

সোমবার দুবাইয়ে আইসিসি সভায় এই সিদ্ধান্ত হয়। আগে নিয়ম ছিল, টাই ম্যাচ সুপার ওভারে গড়ানোর পর, সেখানেও টাই হলে ম্যাচ জিতবে বেশি বাউন্ডারি মারা দল। এই নিয়মেই নিউজিল্যান্ডকে হতাশায় ডুবিয়ে ২০১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড।

এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘সাধারণ নিয়মেই বেশি রান করা দল জিতবে সুপার ওভার। ক্রিকেট কমিটি ও চিফ এক্সিকিউটিভস কমিটি সম্মত হয়েছে, এক দলের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত চলবে সুপার ওভার। বাউন্ডারির হিসাব আর থাকছে না।’

মন্তব্যসাতদিনের সেরা