kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

কখনই হতাশাকে প্রশ্রয় দেইনি : অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৯ ১৬:২৪ | পড়া যাবে ২ মিনিটেকখনই হতাশাকে প্রশ্রয় দেইনি : অশ্বিন

কখনো বল আবার কখনো ব্যাট হাতে অনেকবার ভারতকে জয় এনে দিয়েছেন তিনি। বিপদের সময়ে হয়েছেন পরিত্রাতা। তারপরেও দেশের এক নম্বর স্পিনারের তকমা পাননি রবিচন্দ্রন অশ্বিন। বারবার বাদ পড়তে হয়েছে দল থেকে। আবার নিজেকে পুরোপুরি প্রমাণ করে ফিরেছেন দলে। সেই অশ্বিনের ঘূর্ণিতেই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে চলমান টেস্ট জয়ের স্বপ্ন দেখছে ভারত। কিন্তু দলের বাইরে থাকার দিনগুলোতে কেমন লাগত অশ্বিনের?

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে ৫০ তম উইকেট শিকার করেছেন অশ্বিন। তার আগে আছেন অনিল কুম্বলে (৮৪), জাভাগাল শ্রীনাথ (৬৪) এবং হরভজন সিং (৬০)। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে অশ্বিন অভিজ্ঞ ক্রিকেটারের মতোই বলেছেন, 'আমি কোনো সময় হতাশাগ্রস্থ হয়ে পড়িনি। হতাশ হতেও চাই না। বরং নতুন উদ্যমে অনুশীলন করেছি, মাঠে ফিরে বল করছি, এটাই আমার কাছে আনন্দের। উল্টোদিকে যেই ব্যাট করুক না কেন, আমি আমার কাজ করে যাব।'

উইকেটে জমে যাওয়া কেশব মহারাজকে (৭২) ফিরিয়েছেন অশ্বিন। ফিল্যান্ডারের সঙ্গে জুটি ভেঙে ভারতকে ভালো জায়গায় নিয়ে এসেছেন। তার কথায়, 'দুজনেই খুব ভালো ব্যাট করছিল। ফিল্যান্ডার পেসারদের বিরুদ্ধে যেমন, স্পিনারদের বিরুদ্ধেও খুব ভালোভাবে সামলাচ্ছিল। কেশবও ভালো ব্যাট করেছে। এখনকার ক্রিকেটে যে কেউ ভালো ব্যাট করতে পারে। আমাদের দলে তো ১১ জনই ব্যাট করতে পারে।'

মন্তব্যসাতদিনের সেরা