kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আমুদে নেইমার গোল করেও ভাবলেশহীন

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৪ | পড়া যাবে ২ মিনিটেআমুদে নেইমার গোল করেও ভাবলেশহীন

ছবি : এএফপি

আমুদে হিসেবে ব্রাজিল সুপারস্টার নেইমারের খ্যাতি আছে। রবিবার লিওর বিপক্ষে পিএসজির দারুণ জয়ের পর নায়ক নেইমারকে নিয়ে কোচ টমাস টুখেল বলেন, নেইমারের সঙ্গে যারা ঘনিষ্ঠ ভাবে মিশেছেন তারা প্রত্যেকেই এটা মেনে নিয়েছেন, ওর মতো আমুদে প্রকৃতির ছেলে খুব কমই রয়েছে। নেইমার বরাবর প্রাধান্য দিয়ে এসেছে দলকে। সেই নেইমারই পিএসজিকে জেতানোর পর ভাবলেশহীন রয়েছেন। হয়তো আগের ম্যাচে পিএসজি সমর্থকদের দুয়োধ্বনি তাকে এভাবে শান্ত রেখেছে।

রবিবার ফরাসি লিগ ওয়ানের ওই ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে গোল করে পিএসজিকে জয় এনে দেন নেইমার। তার চেয়েও বড় ব্যাপার, ব্রাজিলীয় তারকার দুর্দান্ত গোলের পরে নিমিষে পাল্টে গেছে পিএসজি শিবিরের চেহারা। সোমবার ইনস্টাগ্রামে নিজের উল্লাসের ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন, 'ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।'

ম্যাচে প্রতিপক্ষের জালে ২১টি শট নিয়েছেন পিএসজি ফুটবলাররা। কিন্তু একটাও কাজে আসেনি। ৮৭তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে ভয়ঙ্কর গতিতে চার ডিফেন্ডারকে পিছনে ফেলে ডান পায়ের হালকা টোকায় বল জালে জড়িয়ে দেন নেইমার। চলতি মৌসুমে এটা তার দ্বিতীয় গোল। আর সবমিলিয়ে পিএসজির জার্সিতে ৬০ ম্যাচে ৫৩ নম্বর গোল। তাই ম্যানেজার টমাস টুখেল বলেছেন, 'আমি কিন্তু শুরু থেকে বলে এসেছি, এই ক্লাবের প্রতি নেইমার একশো শতাংশ দায়বদ্ধ। ওকে ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। নেইমার দলের সেরা রত্ন।'

 

মন্তব্যসাতদিনের সেরা