kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

অপরাধ দমনে ক্রিকেটারদের শিক্ষিত করতে হবে : গাভাস্কার

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:২৩ | পড়া যাবে ২ মিনিটেঅপরাধ দমনে ক্রিকেটারদের শিক্ষিত করতে হবে : গাভাস্কার

কঠোর আইন আর শাস্তির পরেও ক্রিকেট থেকে ফিক্সিং বিলুপ্ত করা যাচ্ছে না। কিছু ক্রিকেটারদের লোভের জন্য খেলাটি কলঙ্কিত হচ্ছে। সম্প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে ভারতের তামিলনাডু প্রিমিয়ার লিগ ও কর্নাটক প্রিমিয়ার লিগে। আর এই ব্যাপারেই মুখ খুলেছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, ম্যাচ-ফিক্সিংয়ের ফাঁদগুলো সম্পর্কে ক্রিকেটারদের শিক্ষিত করতে হবে।

সাবেক এই ক্রিকেটার বলেছেন, 'লোভ হল মারাত্মক ব্যাপার। যার বিরুদ্ধে শিক্ষা, গাইডেন্স, সেমিনার কোনো কিছুতেই লাভ হয় না। সবচেয়ে উন্নত সভ্যতাতেও তাই অপরাধী থাকে। ক্রিকেটেও এমন কেউ থাকতেই পারে যে কিনা লোভের শিকার হয়ে উঠতে পারে। আমার তাই মনে হয়, কী ধরনের ফাঁদে পা দিতে পারে ওরা, সেই সম্পর্কে ওদের শিক্ষা দিলে কাজ হতে পারে। তবে আবার বলছি, লোভের ব্যাপারে কিছু বলা যায় না। খুব গরিব পরিবার থেকে কেউ উঠে এসে যদি হঠাৎ প্রচুর টাকা দেখে, তবে সে প্রভাবিত হতেই পারে।'

আন্তর্জাতিক ক্রিকেটে অনফিল্ড ফিক্সিং করলে এখন বিপদে পড়তে হয়। কারণ টিভি ক্যামেরায় তা ধরা পড়ে। কিন্তু স্থানীয় লিগে ম্যাচ-ফিক্সিং হলে সেটা কি ধরা পড়ে? গাভাস্কার বলেছেন, 'কখনও কখনও ক্রিকেটারের মনে হতেই পারে যে ম্যাচ-ফিক্সিং করেও পার পাওয়া যাবে। কিন্তু তা সম্ভব নয়। কারণ, এখন টিভিতে এমন ভাবে খেলা দেখানো হয় যে খুব ছোট বিষয়ও ধরা পড়ে। তাই কোনো কিছু ঘটলে তা উঠে আসবেই।'

মন্তব্যসাতদিনের সেরা