kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ধোনি-রোহিত ছাড়া কোহলি অচল : গম্ভীর

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:২৭ | পড়া যাবে ২ মিনিটেধোনি-রোহিত ছাড়া কোহলি অচল : গম্ভীর

ক্রিকেট ছাড়লেও সোশ্যাল সাইটে বিতর্ক না ছড়ালে ঠিক ভালো লাগে না ভারতের সাবেক ওপেনার তথা বিজেপির বর্তমান সাংসদ গৌতম গম্ভীরের। ভারত অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্ব ক্ষমতা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে তিনি বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনি ও রোহিত শর্মার জন্যই অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এত সাফল্য। এর আগে গত আইপিএল শুরুর সময় কোহলির নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে খোঁচা মেরেছিলেন গম্ভীর।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোহলির ব্যাট কথা বলেছে। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতে এসেছেন ভারত অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষেও শুরুটা ভালই করেছেন তিনি। তবুও গম্ভীর খোঁচা দিতে ছাড়লেন না কোহলিকে। গম্ভীর বলেছেন, 'কোহলিকে এখনও অনেকটা পথ যেতে হবে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে কোহলি ভালই অধিনায়কত্ব করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির নেতৃত্ব খারাপ না। কারণ ধোনি-রোহিতের মতো দুজন ক্রিকেটার তার পাশে থাকেন।'

ধোনি-রোহিতের জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির কাজটা সহজ হয়ে যায় বলে মনে করেন গম্ভীর। সাবেক বাঁ হাতি এই ওপেনারের মতে, আইপিএলে কোহলি ধোনি-রোহিতের মতো কাউকে পাশে পান না। তাই ফ্র্যাঞ্চাইজি লিগে ট্রফি এখনও জেতা হয়নি তার! গম্ভীর বলেছেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই একজনের নেতৃত্ব ক্ষমতার পরিচয় পাওয়া যায়। সেই সময়ে সাহায্য করার মতো অন্য ক্রিকেটারদের পাশে পাওয়া যায় না।'

সৌরভ গাঙ্গুলীর পর ভারতের অন্যতম সেরা অধিনায়ক বলা হয় ধোনিকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ধোনির সাফল্য আকাশছোঁয়া। রোহিত শর্মাও আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে সফল। তার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান্স ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলে প্রতিবারই ব্যর্থ হয় কোহলির ব্যাঙ্গালুরু। অন্যদিকে গম্ভীরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্সও সাফল্য পেয়েছে। এই পার্থক্যটাই এবার প্রকাশ্যে তুলে এনে কোহলির সমালোচনা করেছেন গম্ভীর।

মন্তব্যসাতদিনের সেরা