kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন ধাওয়ান(ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০১ | পড়া যাবে ২ মিনিটেএকা থাকলে নিজের সঙ্গে কথা বলেন ধাওয়ান(ভিডিওসহ)

একা থাকলে আমরা অনেকেই হয়তো অনেক সময় নিজের সঙ্গে কথা বলি। আত্মবিশ্লেষণও করেন অনেকে। কেউ কেউ আবার নিজেই নিজের বন্ধু হয়ে ওঠেন। নিজের সঙ্গে কথা বলাটা অনেকের কাছে আবার অভ্যাসের মতো। এমন অভ্যাসের মানুষ ভারতীয় ক্রিকেট দলে পাওয়া গেল। জানা গেছে, শিখর ধাওয়ান একা থাকলে নিজের সঙ্গে কথা বলেন। আর এমন তথ্য প্রমাণসহ তুলে ধরলেন তারই সতীর্থ রোহিত শর্মা। 

খবরে বলা হয়েছে, বিমানে একসঙ্গে সফর করছিলেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা। পাশাপাশি দুজনে বসে ছিলেন। শিখর ছিলেন উইন্ডো সিটে। হঠাৎ করেই নিজের সঙ্গে কথা বলতে শুরু করেন শিখর। এ সময় রোহিত ব্যাপারটা খেয়াল করেন। এমন মুহূর্তটি মোবাইল বন্দি করে রাখেন রোহিত। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন তিনি। সেই ভিডিওতে শিখরকে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। 

ভিডিও পোস্ট করে রোহিত শর্মা লিখলেন, ''না না ও কিন্তু আমার সঙ্গে কথা বলছে না। এই বয়সেও ওর একজন কল্পনার বন্ধু রয়েছে। আর জাঠজি তাঁর সঙ্গেই কথা বলছে।''

রোহিতের এমন ভিডিও দেখে শিখর ধাওয়ানও বললেন, ''আমি একটা কবিতা আওড়াচ্ছিলাম। সেই সময় জনাব আমার ভিডিয়ো তুলেছেন। কেউ আমাকে কত ভালবেসে মনে করছে! এটা ভেবেই ভাল লাগছে। এতটা মন দিয়ে যদি পড়াশোনা করতে কাজে দিত!''

নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No no he isn’t talking to me! And he’s too old to have an imaginary friend. Why so loco jattji 🤦‍♂️🤷‍♂️ @shikhardofficial

A post shared by Rohit Sharma (@rohitsharma45) on Sep 20, 2019 at 5:30am PDT

 

মন্তব্যসাতদিনের সেরা