kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

এবার সরাসরি ধোনিকে বাদ দিতে বললেন গাভাস্কার

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৮ | পড়া যাবে ২ মিনিটেএবার সরাসরি ধোনিকে বাদ দিতে বললেন গাভাস্কার

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উপর নির্ভরতা কমিয়ে এবার তরুণদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। পরের বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে। সেই প্রতিযোগিতার কথা ভেবে এগনো উচিত বলে মনে করছেন দেশটির সাবেক তারকা ওপেনার। যদিও ধোনির জায়গায় ঋষভ পন্থকে খেলানো হলেও এখনও পর্যন্ত তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি।

৩৮ বছর বয়সী ধোনির ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা চলছে ভারতের ক্রিকেটাঙ্গনে। ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বিশ্রামে আছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওভারের ফরম্যাটে তিনি খেলছেন না। বাংলাদেশের বিপক্ষে কি ধোনিকে জাতীয় দলে দেখা যাবে? গাভাস্কার বলেছেন, 'না, আমাদের ধোনির বাইরে তাকানো দরকার। আমার দলে অন্তত ধোনির জায়গা হচ্ছে না। যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আমি নিশ্চিত ভাবেই ঋষভ পন্থের কথা ভাবব।'

যদি ঋষভ প্রত্যাশা পূরণে ব্যর্থ হন, তবে বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনের নাম বলেছেন গাভাস্কার। তাঁর যুক্তি, 'সঞ্জু ভালো কিপার। একইসঙ্গে ভালো ব্যাটসম্যানও। পরের বছরের বিশ্বকাপে তারুণ্যে জোর দিতেই হবে। কারণ, আমাদের এগিয়ে যেতে হবে। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান বিশাল। তবে এখন সময় এসেছে তার বিকল্প ভাবার।'

মন্তব্যসাতদিনের সেরা