kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

শচীনের চোখে যেখানে সবার চেয়ে আলাদা স্মিথ

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৪০ | পড়া যাবে ১ মিনিটেশচীনের চোখে যেখানে সবার চেয়ে আলাদা স্মিথ

নিষেধাজ্ঞা কাটিয়ে দেড় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও স্টিভ স্মিথের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষজ্ঞেরা। কিন্তু ভারতের সাবেক কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বলেছেন, টেকনিক জটিল হলেও সংগঠিত মানসিকতার জন্যই টেস্ট ক্রিকেটে স্মিথ এত সফল।

কেপটাউন টেন্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পরে এক বছর নির্বাসিত ছিলেন স্মিথ। গত ওয়ানডে বিশ্বকাপে ছিলেন নিষ্প্রভ। প্রত্যাবর্তনের টেস্ট সিরিজে ৭ ইনিংসে ৭৭৪ রান করে ক্রিকেটবিশ্বের চর্চায় ফিরে আসেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান। সোশ্যাল সাইট টুইটারে স্মিথের টেকনিক ব্যাখ্যা করে মাস্টার ব্লাস্টার শচীন লিখেছেন, 'স্মিথের টেকনিক জটিল হলেও তার চিন্তা-ভাবনা প্রচণ্ড স‌ংগঠিত। সেটাই ওকে বাকিদের চেয়ে আলাদা করে দেয়।'

বিষয়টি ব্যখ্যা করে শচীন লিখেছেন, 'পিচ থেকে বল নড়তে শুরু করলে স্মিথকে দেখা যেত দ্রুত ব্যাট সরিয়ে নিচ্ছে। টেস্টে এভাবেই ব্যাট করা উচিত। শরীরের ভারসাম্য পিছনের পায়ে ছিল স্মিথের। তাই লর্ডসে আর্চারকে সামলাতে ওর বেশ সমস্যা হয়েছে।'

মন্তব্যসাতদিনের সেরা