kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

তিন কিশোরীকে ধর্ষণ, খুন : অপরাধীদের শাস্তি নিয়ে আফ্রিদির টুইট

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৮ | পড়া যাবে ২ মিনিটেতিন কিশোরীকে ধর্ষণ, খুন : অপরাধীদের শাস্তি নিয়ে আফ্রিদির টুইট

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুরে প্রায় ৭৫ দিন ধরে নিখোঁজ ছিল তিন কিশোরী। চারদিকে খোঁজ করেও তিনজনকে পায়নি তাদের পরিবারের লোকজন। শেষ পর্যন্ত তাদের মৃতদেহের খোঁজ মেলে। কেউ বা কারা ওই তিনজনের দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে অবস্থা বেগতিক বুঝে তাদের মৃতদেহ রেখেই চম্পট দেয়। তিনজনের শরীরেই ধর্ষণের আলামত পাওয়া গেছে। এমন ঘটনায় এবার ধিক্কার জানালেন দেশটির  প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন শাহিদ আফ্রিদি। তিনি মনে করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরবর্তীকালে এমন জঘন্য অপরাধ করার আগে কেউ ভাববে! 

এই ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও একটি টুইট করেছেন আফ্রিদি। সেখানে তিনি লিখেছেন, ''রিয়াসত-এ-মদিনার আদলে এবার দেশ চালানোর সময় এসে গিয়েছে। পাঞ্জাবের এই ঘটনার পর যেন রক্তের অশ্রু ঝড়ে পড়বে চোখ থেকে। পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনও উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।''

জানা গেছে, ওই তিনজন ছাড়া এখনও একজন কিশোরীকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। 

আরো জানা গেছে, নিহত তিন কিশোরীর মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাই তাদের ডিএনএ টেস্ট করানো হবে।

মন্তব্যসাতদিনের সেরা