kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

আটটি ব্যালন ডি’অর জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৬ | পড়া যাবে ১ মিনিটেআটটি ব্যালন ডি’অর জিততে চান ক্রিস্টিয়ানো রোনালদো!

বর্তমান সময়ের সবেচেয়ে সেরা খেলোয়াড় পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো এবং আর্জেন্টিনার মেসি। দু’জনেই পাঁচটি করে ব্যালন ডি’অর জিতেছেন। কিন্তু রোনালদো এতে মোটেও সন্তুষ্ট নন। বার্সেলোনা তারকা মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করতে চান তিনি। বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা জানা যায়।

আইটিভি’র ক্রিস্টিয়ায়নো রোনালদো মিটস পিয়ার্স মরগান অনুষ্ঠানে জুভেন্টাস ফরোয়ার্ড বলেন, ফুটবলের ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। কিন্তু আমি মনে করি, তার ওপরে থাকতে আমার ছয় বা সাত বা আটটি ব্যালন ডি’অর পুরস্কার থাকা দরকার। এটা আমি খুব করে চাই। আমি মনে করি, আমি এর যোগ্য।

রোনালদো মোট ৯টি ট্রপি জিতেছেন। এর মধ্যে চার বার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। পর্তুগিজ ফুটবলার জুভেন্টাস এবং পর্তুগাল জাতীয় দলে ফরোয়ার্ড হিসেবে খেলে থাকেন। অনেক বিশেষজ্ঞদের মতে রোনালদো বর্তমান সময়ের সেরা খেলোয়াড় এবং তিনি সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন। 

মন্তব্যসাতদিনের সেরা