kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

চার সন্তানের বাবা হয়েও এখনই বিয়ে করতে চান না রোনালদো

কালের কণ্ঠ অনলাইন   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১০:৩৪ | পড়া যাবে ১ মিনিটেচার সন্তানের বাবা হয়েও এখনই বিয়ে করতে চান না রোনালদো

চার সন্তানের বাবা হয়েও এখনই বিয়ের পীড়িতে বসতে চান না পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন, অনাগত দিনে কোনো একদিন বিয়ে করবেন তিনি।

২০১৬ সালে গুক্কি-র একটি দোকানে বিক্রয় প্রতিনিধি জর্জিনার সঙ্গে প্রথম দেখা হয় রোনালদোর। সেখান থেকেই মোটামুটি পরিচয়ের শুরু দুজনের। এর পর থেকেই ভালো লাগা এবং ভালোবাসা। ২০১৭ সালে হঠাৎ রোনালদো ঘোষণা দেয়, তার জমজ বাচ্চা হয়েছে। জর্জিনা তাদের মা না হয়েও একেবারে নিজের সন্তানের মতো করে তাদের এখনও লালন পালন করে যাচ্ছেন। এর কিছুদিন পরেই নিজেদের জমজ সন্তানের জন্ম দেন জর্জিনা। এখন চার সন্তান নিয়ে ভালোই আছেন তারা।

যদিও এখনই জর্জিনাকে বিয়ে করার ব্যাপারে ইতিবাচক নন রোনালদো। এ ব্যাপারে গণমাধ্যমকে রোনালদো  জানান, “আমরা অবশ্যই বিয়ে করব। আমার মায়ের স্বপ্নও এমন। কিন্তু এখনই উপযোগী সময় আসেনি।”

মন্তব্যসাতদিনের সেরা