kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

ভারতের অনভিজ্ঞ বোলিংকে টার্গেট করেছে দক্ষিণ আফ্রিকা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:২৭ | পড়া যাবে ২ মিনিটেভারতের অনভিজ্ঞ বোলিংকে টার্গেট করেছে দক্ষিণ আফ্রিকা

ধর্মশালায় বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি। ছবি : এএফপি

রবিবার বৃষ্টির কারণে ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচ এখনও মাঠে গড়ায়নি। আজকের ম্যাচে ভারতীয় দলে থাকছেন না প্রথম সারির তিন বোলার জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। এই তিনজনের জায়গায় প্রোটিয়াদের বিপক্ষে ভারতের পেস অ্যাটাকের প্রধান তিন মুখ নভদীপ সাইনি, খলিল আহমেদ ও দীপক চাহার। টিম কোহলির অনভিজ্ঞ এই বোলিং আক্রমণকেই দক্ষিণ আফ্রিকার সুযোগ হিসেবে দেখছেন দলের ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার।

সাবেক প্রোটিয়া অল-রাউন্ডারের মতে ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণকে সহজেই চাপে ফেলতে পারে তার দলের ব্যাটসম্যানরা। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পেসার ত্রয়ীর একত্রে ম্যাচ খেলার অভিজ্ঞতা মাত্র ১৬টি। আর ক্লুজনারের মতে ভারতের বিপক্ষে তাদের নতুন কম্বিনেশনে গড়ে ওঠা দলের কাছে এটাই সেরা সুযোগ। ১৯৯৯ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের কথায়, 'ভারতীয় দলের দিকে নজর ঘোরালে দেখা যাবে ওদের বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ। আমরা ঠিক এই জায়গাটা থেকেই অ্যাডভান্টেজ গ্রহণ করতে পারি।'

একইসঙ্গে নিজের দলের উদীয়মান অল-রাউন্ডার তেম্বা বাভুমাকে নিয়ে বাড়তি উচ্ছ্বসিত ক্লুজনার। টেস্ট ক্রিকেট খেললেও বাভুমাকে লাল বলের ক্রিকেটার মানতে নারাজ প্রোটিয়াদের ব্যাটিং কোচ। সিএসএ টি-টোয়েন্টি ফাইনালে সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটারের ব্যাটিং ধরন নিয়ে বলতে গিয়ে ক্লুজনার বলেন, 'বিগ হিট নয় বরং স্ট্রাইক রোটেশন পদ্ধতিতেই সে খেলতে পছন্দ করে।' পাশাপাশি সাংবাদিক সম্মেলনে ক্লুজনার জানান, 'পিচ নয় ভারতের মাটিতে খেলার প্রধান চ্যালেঞ্জ এখানকার আবহাওয়া।'

মন্তব্যসাতদিনের সেরা