kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

বাইসাইকেল কিকে নেইমারের দুর্দান্ত গোল(ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটেবাইসাইকেল কিকে নেইমারের দুর্দান্ত গোল(ভিডিওসহ)

পিএসজির হয়ে মৌসুমের প্রথম ম্যাচেই বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে দলকে জয় এনে দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তারপরও সমর্থকদের দুয়ো শুনলেন তিনি! 

গতকাল শনিবার এ মৌসুমে পিএসজির হয়ে স্ত্রাসবার্গ এর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামেন নেইমার। খেলা শুরু হওয়ার মুহূর্ত থেকেই নেইমারকে দুয়ো দিতে থাকে পিএসজির সমর্থকরা। এমন কঠিন মুহূর্তের মধ্যেও দলের বিপদের সময় নায়কের ভূমিকায় অবতীর্ণ হন বিশ্বের সবচেয়ে দামী এই ফরোয়ার্ড। খেলা যখন প্রায় গোলশূন্য ড্রতে শেষ হবে ঠিক তখনই ম্যাচের ভাগ্যও গড়ে দেন তিনি। ৯২তম মিনিটে সকলকে ভুল প্রমাণিত করে বাম পাশ দিয়ে ভেসে আসা বলটিকে দুর্দান্ত দক্ষতায় প্রতিপক্ষের জালে পাঠান নেইমার। তার এই গোলে দলও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে।

মন্তব্যসাতদিনের সেরা