kalerkantho

শনিবার । ২৭ আষাঢ় ১৪২৭। ১১ জুলাই ২০২০। ১৯ জিলকদ ১৪৪১

কোহলির টুইটে ধোনির অবসর নিয়ে জল্পনা!

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৩ | পড়া যাবে ২ মিনিটেকোহলির টুইটে ধোনির অবসর নিয়ে জল্পনা!

আমাদের মন মাঝেমধ্যেই স্মৃতিকাতর হয়ে পড়ে। ভারত অধিনায়ক বিরাট কোহলিও তার ব্যক্তিক্রম নন। তিন বছর আগের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে টুইট করেছিলেন তিনি। তারপরেই দেশ জুড়ে মহেন্দ্র সিংহ ধোনির অবসর নেওয়া নিয়ে শুরু হয়ে যায় তীব্র জল্পনা। অনেক ভক্তই বলেন, ধোনি কবে অবসর নেবেন, তা ভালই জানেন কোহলি। তাই পুরনো স্মৃতি তুলে ধরে অগ্রজকে শ্রদ্ধা জানালেন তিনি।

যাকে নিয়ে এত জল্পনা, সেই ধোনি কিন্তু একটি শব্দও খরচ করেননি অবসর নিয়ে। বিশ্বকাপের পরে ধোনি নিজেই ভারতীয় বোর্ডকে বলে বিশ্রাম নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে ভারতীয় দল ফিরে এসেছে দেশে। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন বিরাটরা। তার আগে বৃহস্পতিবার কোহলি ২০১৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধোনির ভূমিকার কথা উল্লেখ করে একটি পোস্ট করেন। তবে ওই পোস্টের সঙ্গে ধোনির অবসরের কোনো সম্পর্ক নেই।

সেই ম্যাচে অজিদের রান তাড়া করার সময়ে ধোনির চাপে পড়েই কোহলি বিদ্যুৎগতিতে দৌড়তে শুরু করেন। যেটা এক রান হয়, ধোনির জন্যই সেটা দুই রান হয়। সেই ম্যাচের স্মৃতি এখনও জীবন্ত কোহলির মনে। টুইটারে কোহলি ধোনির সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, 'ওই ম্যাচের কথা আমি ভুলতে পারব না। সেটা ছিল বিশেষ এক রাত।' ধোনিকে উদ্দেশ করে কোহলি লেখেন, 'ফিটনেস পরীক্ষার সময়ে যে ভাবে ছুটতে হয়, ওই লোকটা আমাকে ঠিক সেই ভাবেই ছুটিয়েছিল।'

টি টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচ ছিল সব দিক থেকেই ব্যতিক্রম। অজিদের করা ১৬১ রান তাড়া করতে নেমে ৭.৪ ওভারে ভারত করেছিল তিন উইকেটে ৪৯। চতুর্থ উইকেটে কোহলি ও যুবরাজ সিং ৪৫ রান যোগ করেন।  যুবরাজ যখন ফেরেন, তখন ভারতের রান ৪ উইকেটে ৯৪। এর পরেই কোহলির সঙ্গে যোগ দেন ধোনি। পার্টনারশিপে দুজনে ৬৭ রান যুক্ত করেন। সেই ম্যাচ জেতানো পার্টনারশিপ আর এক রানকে দুই রান করার দৌঁড় ভোলা সম্ভব হয়নি কোহলির পক্ষে।

মন্তব্যসাতদিনের সেরা