kalerkantho

বৃহস্পতিবার । ৭ মাঘ ১৪২৭। ২১ জানুয়ারি ২০২১। ৭ জমাদিউস সানি ১৪৪২

'কোহলি সেরা হতে পারে; স্মিথ কিন্তু ভিন্ন গ্রহের'

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১৩ | পড়া যাবে ২ মিনিটে'কোহলি সেরা হতে পারে; স্মিথ কিন্তু ভিন্ন গ্রহের'

দলকে অ্যাশেজ জিতিয়ে আর র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জনের পর এমন সমাদর পাচ্ছেন স্টিভ স্মিথ। ছবি : আইসিসি

তিন ম্যাচের ৫ ইনিংসে ১টি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি। চলতি অ্যাশেজ সিরিজে এটাই এখন পর্যন্ত স্টিভেন স্মিথের পারফর্মেন্স। বাকী আছে আরও একটি টেস্ট। সাম্প্রতিক অতীতে দুই বছর আগে এই স্মিথের ব্যাটেই এমন ঈর্ষণীয় ব্যাটিং দেখেছিল ক্রিকেটবিশ্ব। সেবার ৭ ইনিংসে ৬৮৭ রান এসেছিল তৎকালীন অজি অধিনায়কের ব্যাট থেকে। কিন্তু চলতি বছর নিজেই নিজের সেই রেকর্ড ভাঙার মুখে বল টেম্পারিং করে নিষেধাজ্ঞার শাস্তি কাটিয়ে ক্রিকেটে ফেরা স্মিথ।

১২ মাসের নির্বাসন কাটিয়ে টেস্ট ক্রিকেটে স্মিথের এই অবিস্মরণীয় কামব্যাক দেখে তাকে 'অল টাইম গ্রেট' বলতে দ্বিধা করছেন না অনেকেই। চতুর্থ টেস্ট শুরুর আগেই ভারত অধিনায়ক বিরাট কোহলিকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন স্মিথ। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম ইনিংসে ৩১৯ বলে ২১১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে অ্যাশেজ এনে দেন দলকে। ১৮ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের পর অস্ট্রেলিয়া কোচও তার সিদ্ধান্ত বদল করে বললেন, 'ভেবেছিলাম কোহলি সেরা কিন্তু স্মিথ ভিন্ন গ্রহের।'

ওল্ড ট্র্যাফোর্ডে ১৮৫ রানে জয়ের পর দলের প্রশংসায় পঞ্চমুখ ল্যাঙ্গার। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়া কোচ জানান, 'ক্রিকেটের সব ফর্ম্যাটে কোহলির খেলা দেখার পর ওকেই আমার চোখে দেখা সেরা ব্যাটসম্যান মনে করতাম। কিন্তু স্মিথ…ভিন্ন গ্রহের। কঠিন সময়ে ও দলের ব্যাটিংয়ের জন্য বড় সমাধান। এমন কাউকে আমি এখনো দেখিনি।'

মন্তব্যসাতদিনের সেরা