kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

ওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড

কালের কণ্ঠ অনলাইন   

১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৩ | পড়া যাবে ১ মিনিটেওয়েস্ট ইন্ডিজের নতুন অধিনায়ক পোলার্ড

জেসন হোল্ডারকে ও কার্লোস ব্র্যাথওয়েটকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ভার দেওয়া হলো কাইরন পোলার্ডকে। গতকাল সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট এই দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে পোলার্ডের নাম ঘোষণা করেন।

বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ক্যারিবীয়দের অধিনায়ক ছিলেন অলরাউন্ডার হোল্ডার। আর টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেন ব্র্যাথওয়েট। 

পোলার্ড টি-টোয়েন্টিতে নিয়মিত খেললেও ওয়ানডেতে নিয়মিত নন। সর্বশেষ ওয়ানডে ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন।

আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন পোলার্ড।

মন্তব্যসাতদিনের সেরা